T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যেক সংস্করণে সর্বাধিক রান যাঁদের দখলে
ঢাকে কাঠি পড়ে গিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। আর কিছুদিন পর থেকেই শুরু হতে চলেছে এই মেগা টুর্নামেন্ট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরোহিত শর্মার নেতৃত্বে এবারের টুর্নামেন্টে খেলতে নামবে ভারতীয় দল। প্রথম ম্যাচ আগামী ২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে।
২০০৭ সালে প্রথমবারের এই বিশ্বকাপের সংস্করণে ৪টি অর্ধশতরানের সাহায্যে ২৬৫ রান করে টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রহকারী ছিলেন ম্যাথু হেডেন।
২০০৯ সালে টুর্নামেন্টে তিনটি অর্ধশতরানের সাহায্যে ৩১৭ রান করে সবচেয়ে বেশি রানের মালিক ছিলেন শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান।
২০১০ সালে ২টো অর্ধশতরান ও একটি সেঞ্চুরির সাহায্যে ৩০২ রান করেছিলেন। তিনিই ছিলেন সেবার সবচেয়ে বেশি রানের মালিক।
২০১২ সালের টুর্নামেন্টে তিনটি অর্ধশতরানের সাহায্যে তালিকায় শীর্ষে শেন ওয়াটসন। সর্বোচ্চ ৭২ হাঁকিয়েছিলেন।
২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলি চারটি অর্ধশতরানের সাহায্যে ৩১৯ রান করেন। তিনিই ছিলেন তালিকায় সবার ওপরে।
২০১৬ সালে টুর্নামেন্টে বাংলাদেশের তারকা ওপেনার তামিম ইকবাল একটি শতরান ও একটি অর্ধশতরানের সাহায্যে ২৯৫ রান করেছিলেন।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে চারটি অর্ধশতরানের সাহায্যে ৩০৩ রান করে টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন পাক অধিনায়ক বাবর আজম।
গত বছর বিরাট কোহলির নেতৃত্বে গ্রুপ পর্ব থেকেই ছুটি হয়ে গিয়েছিল ভারতের। এবার অনেক নতুন মুখ রয়েছে দলে। রোহিতের নেতৃত্বে বিশ্বজয়ের স্বপ্ন দেখছে টিম ইন্ডিয়া।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -