Kitchen Hacks: বাড়িতে অনেক সব্জি জমে গিয়েছে? দীর্ঘদিন যেভাবে টাটকা রাখতে পারবেন
বর্ষাকালের ভ্যাপসা গরমে শাক-সব্জি (Vegetables) থেকে ফল (Fruit) সমস্ত কিছুই টাটকা এবং ভালো রাখা খুবই সমস্যার হয়। এই সময়ে খুব তাড়াতাড়ি ফল এবং শাক-সব্জি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবহু মানুষই সময়ের অভাবে একেবারে সপ্তাহের বাজার করে নিয়ে আসেন। কিন্তু তা সঠিকভাবে না রাখার কারণে দ্রুত নষ্ট হয়ে যায়
ফ্রিজে রাখার পরও তা খারাপ হয়ে যাওয়ার সমস্য়ায় পড়েন অনেকেই। কীভাবে দীর্ঘদিন ফল এবং শাক-সব্জি রাখতে তা ভালো থাকবে, সে সম্পর্কে কিছু পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
শাক-সব্জি দীর্ঘদিন ভালো রাখার জন্য ফ্রিজই একমাত্র ভরসা। কিন্তু ফ্রিজেও শাক-সব্জি রাখার সঠিক পদ্ধতি জেনে রাখা প্রয়োজন। প্রথমেই শাক-সব্জিকে টিস্যু পেপারে মুড়ে নিন।
এবার মুখবন্ধ প্লাস্টিকের ব্যাগে টিস্যু পেপারে মোড়া শাক বা সব্জি রেখে এমনভাবে প্লাস্টিকের ব্যাগের মুখ বন্ধ করে রাখুন, যাতে হাওয়া না ঢুকতে পারে। এবার সেটিকে ফ্রিজে রেখে দিন। এভাবেই সমস্ত শাক-সব্জিকে আপনি দীর্ঘদিন টাটকা এবং ভালো রাখতে পারবেন।
বর্ষাকালে বা ভ্যাপসা গরমে টমেটো খুব তাড়াতাড়ি পচে যায়। তাই টমেটোগুলিকে রাখতেও হয় খুব সাবধানে। ফ্রিজেও টমেটো রাখতে পারেন।
এক্ষেত্রে একটি জারের মধ্যে টমেটো টুকরো টুকরো করে কেটে রেখে দিন। এবার টমেটোর মধ্যে কয়েক চামচ অলিভ অয়েল দিয়ে দিন। তাহলেই ভালো থাকবে।
আলু এবং আপেল সবসময় খোলা জায়গায় রাখা প্রয়োজন। এর জন্য ঝুড়িতে আলু এবং আপেল ছড়িয়ে রাখুন
এবার ঝুড়ি সমেত আলু কিংবা আপেলগুলিকে ঠান্ডা এবং শুকনো জায়গায় রাখতে হবে। তবে সব কিছুর আগে বাজার থেকে কিনে আনা ফল এবং শাক-সব্জি ভালো করে ধুয়ে নিতে ভুলবেন না।
বাজার থেকে শাক সব্জি কিনে আনার পর তা ধুয়ে ফেলার পর ভালো করে শুকিয়ে তবে তা রাখলে হবে। নাহলে তার গায়ে জমে থাকা জলের জন্য তা নষ্ট হয়ে যেতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -