World Cup 2023: টানা আটে আট জয়, বিশ্বকাপে যেভাবে চলছে টিম ইন্ডিয়ার বিজয়রথ
ভারতের মাটিতে এবার হচ্ছে ওয়ান ডে বিশ্বকাপ। ২০১১ সালে শেষবার দেশের মাটিতে বিশ্বকাপ খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএখনও পর্যন্ত ৮ ম্যাচ খেলে সবগুলোতেই জয় ছিনিয়ে নিয়েছে রোহিত শর্মার দল। বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমির টিকিট পাকা করেছে ভারত।
প্রথম ম্যাচেই অবশ্য ব্যাটিং ভাঙন দেখা গিয়েছে। টপ অর্ডার রান পায়নি। দলকে টেনে তুলেছিলেন কে এল রাহুল ও বিরাট কোহলি। রাহুল অপরাজিত ৯৭ ও বিরাট ৮৫ রানের ইনিংস খেলেছিলেন।
দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ৮ উইকেটে জিতেছিল ভারত। ৫০ ওভারে ২৭২/৮ বোর্ডে তুলে নিয়েছিল আফগানরা। জবাবে ৮৪ বলে অধিনায়কোচিত ১৩১ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন রোহিত শর্মা। নিজের বিশ্বকাপ কেরিয়ারে সপ্তম সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন।
পাকিস্তানের বিরুদ্ধে সাত উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। ১৯১ রানে বাবরদের অল আউট করে দেওয়ার পর রোহিতের ব্যাট থেকে আসে ৬৩ বলে অপরাজিত ৮৬ রানের ঝকঝকে ইনিংস। ৩০.৩ ওভারেই ম্যাচ জিতে যায় ভারত।
বাংলাদেশের বিরুদ্ধেও ৭ উইকেট ম্যাচ জিতে নেয় ভারতীয় দল। অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে আট উইকেটে জয় আসে। প্রথমে কিউয়িরা ২৭৩ রান বোর্ডে তুলে নেয় রাচিন রবীন্দ্র সেঞ্চুরির ওপর ভর করে। ৫ উইকেট নেন মহম্মদ শামি। জবাবে রান তাড়া করতে নেমে বিরাটের ব্যাট থেকে আসে ৯৫ রানের ইনিংস।
ইংল্যান্ডের বিরুদ্ধে ১০০ রানের বিশাল ব্যবধানে জয় পায় ভারত। এই ম্যাচে শামি ৪ উইকেট ঝুলিতে পুরে নেন। রোহিত ৮৭ রানের ইনিংস খেলেন।
ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩০২ রানের বিশাল ব্যবধানে জয়। ভারত ৩৫৬ রান বোর্ডে তুলেছিল প্রথমে ব্যাট করে। গিল ৯২, কোহলি ৮৮ ও শ্রেয়স ৮২ রান করেন। জবাবে শামির ৫ উইকেট ও সিরাজের দুরন্ত স্পেলে ৫৫ তেই অল আউট হয়ে যায় লঙ্কা শিবির।
শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাটের ৪৯ তম ওয়ান ডে শতরান ইডেনে। প্রোটিয়াদের ২৪৩ রানে হারিয়ে দেয় ভারত। প্রথমে ব্যাট করে ৩০১ বোর্ডে তুলেছিল ভারত। জবাবে ৮৩-তে অল আউট হয়ে যায় বাভুমার দল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -