Rahane Birthday: অধিনায়ক হিসাবে ঈর্ষণীয় সাফল্য, ফিল্ডিংয়ে বিশ্বরেকর্ড, জন্মদিনে অজানা রাহানে
রবিবার, ৬ জুন ৩৩ বছর সম্পূর্ণ করলেন অজিঙ্ক রাহানে। জন্মদিনে শুভেচ্ছাবার্তায় ভাসলেন ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতের পঞ্চম ক্রিকেটার হিসাবে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে 'জিঙ্কস'-এর (ভারতীয় দলে রাহানের ডাকনাম)। ২০১৫ সালে নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলায়, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই কীর্তি গড়েন রাহানে।
২০১২ সালে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পেসার এস অরবিন্দের এক ওভারের ছয় বলে ছটি চার মারেন রাহানে। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসাবে এই নজির গড়েন তিনি।
টেস্টে একটি অনবদ্য রেকর্ড রয়েছে রাহানের। আজ পর্যন্ত রাহানে সেঞ্চুরি করেছেন, এরকম কোনও টেস্ট ম্যাচে হারেনি ভারত।
২০১৫ সালের শ্রীলঙ্কা সফরে গল টেস্টে ৮টি ক্যাচ ধরেছিলেন রাহানে। উইকেটকিপার নন, এরকম ক্রিকেটারদের মধ্যে একটি টেস্টে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার নজির এটাই।
জাতীয় দলের অধিনায়ক হিসাবে আজ পর্যন্ত কখনও টেস্টে হারেননি রাহানে। পাঁচটি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন চারটি ম্যাচ। একটি ম্যাচ ড্র হয়।
তাঁকে অনেকে টেস্ট ক্রিকেটের জন্য আদর্শ মনে করেন। যদিও টি-টোয়েন্টি ক্রিকেটেও তাঁর ঈর্ষণীয় রেকর্ড। ২০১৫ সালে আইপিএলে সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন রাহানে।
তাঁর এবং রাহুল দ্রাবিড়ের একই ম্যাচে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়। সেটা ছিল রাহানের কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচ।
মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন রাহানে। সেটাই ছিল আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শেষ সেঞ্চুরি।
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জাতীয় দলের অন্যতম ভরসা রাহানেই। ছবি: অজিঙ্ক রাহানের সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া
- - - - - - - - - Advertisement - - - - - - - - -