IPL Most Sixes: ছক্কার রাজা! আইপিএলে ক্রিস গেলের ধারেকাছে কেউ নেই
ইউনিভার্স বস বলেই তাঁকে চেনে ক্রিকেটবিশ্ব। আইপিএলে বিধ্বংসী সব ইনিংস খেলেছেন। আইপিএলে ছক্কার সম্রাট বলা যেতে পারে ক্রিস গেলকে। আইপিএলে ১৩২টি ম্যাচ খেলেছেন গেল। মেরেছেন ৩৪৯টি ওভার বাউন্ডারি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তাঁর চেয়ে একশোরও বেশি ছক্কায় পিছিয়ে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআইপিএলে বিধ্বংসী ব্যাটিংয়ের সংজ্ঞাই পাল্টে দিয়েছেন এ বি ডিভিলিয়ার্স। তাঁর জন্য ৩৬০ ডিগ্রি ব্যাটিংও এখন পরিচিত ক্রিকেট বিশ্বে। আইপিএলে ১৬৯ ম্যাচ খেলে ২৩৫টি ছক্কা মেরেছেন এ বি।
আইপিএলে ছক্কার হিসেব নিকেশ হবে আর মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে আলোচনা হবে না তা আবার হয় নাকি! 'ক্যাপ্টেন কুল' আইপিএলে ২০৪ ম্য়াচে ২১৬ ছক্কা মেরেছেন। এবারও তাঁর বিখ্যাত হেলিকপ্টার শট দেখার অপেক্ষায় ভক্তরা।
ঝোড়ো ব্যাটিংয়ের জন্য তাঁর নামকরণই হয়ে গিয়েছে 'হিটম্যান'। আইপিএলে ২০০ ম্যাচ খেলে ২১৩টি ছক্কা মেরেছেন বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা।
বিশ্বের সেরা ব্যাটসম্যান মনে করা হয় তাঁকে। সেই বিরাট কোহলিও রয়েছেন সর্বোচ্চ ছক্কা হাঁকিয়েদের এই তালিকায়। ১৯২ ম্যাচে ২০১টি ছক্কা মেরেছেন বর্তমানে আরসিবি-র অধিনায়ক।
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অবিশ্বাস্য সমস্ত ইনিংস রয়েছে কায়রন পোলার্ডের। আইপিএলে ১৬৪ ম্যাচে ১৯৮টি ছক্কা মেরে তালিকায় ৬ নম্বরে রয়েছেন পোলার্ড।
১৪২ ম্যাচে ১৯৫টি ছক্কা হাঁকিয়েছেন ডেভিড ওয়ার্নার। তাঁর বিধ্বংসী ব্যাটিং এবারও আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ দলের সেরা শক্তি।
আইপিএলে অনবদ্য রেকর্ড। সুরেশ রায়নার নামকরণই হয়ে গিয়েছে 'মিস্টার আইপিএল'। ১৯৩ ম্যাচে ১৯৪টি ছক্কা মেরে তিনি রয়েছেন তালিকার আট নম্বরে।
প্রথমে রাজস্থান রয়্যালস, পরে চেন্নাই সুপার কিংসের হয়ে দুরন্ত সব ইনিংস উপহার দিয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন। আইপিএলে ১৪৫ ম্যাচে ১৯০টি ছক্কা মেরে তালিকার ৯ নম্বরে তিনি।
১৮৯ ম্যাচে ১৬৩টি ছক্কা মেরে তালিকায় দশ নম্বরে রয়েছেন রবিন উথাপ্পা। যনি এবার সিএসকে-র জার্সিতে আইপিএল খেলবেন। ছবি: ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -