Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Sergio Ramos Career: ১৮০টি ম্যাচের পর থামল রামোসের ঐতিহাসিক আন্তর্জাতিক কেরিয়ার
১৮ বছরের সুদীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারে সার্জিও রামোস দলগতভাবে সবকয়টি ট্রফিই জিতেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০০৮ ও ২০১২ সালের উয়েফা ইউরো তো আছে, তাঁর দখলে আছে ২০১০ সালের বিশ্বকাপ জয়ের কৃতিত্বও।
তবে ১৮ বছরের দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারের অবসান। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন রামোস।
মাত্র ১৮ বছর ২৬১ দিনে সিনিয়র জাতীয় দলের হয়ে অভিষেক ঘটানোর পর থেকে সার্জিও রামোস স্পেনের হয়ে ১৮০টি ম্যাচ খেলে ফেলেছন।
লা রোহার ইতিহাসে তিনিই সর্বাধিক ম্যাচ খেলেছেন। তবে দীর্ঘ চোট সারিয়ে ফেরার পর না ২০২০ সালের ইউরো, না গত বছরের বিশ্বকাপ, কোনও টুর্নামেন্টেই জাতীয় দলে সুযোগ পাননি রামোস।
স্প্যানিশ কোচ লুইস এনরিকে দায়িত্ব ছাড়লেও, নতুন কোচ লুইস দে লা ফুয়েন্তেও রামোসকে দলে চান না।
রামোসকে তিনি স্পষ্ট ফোন করে জানিয়ে দেন যে তারকা ডিফেন্ডার যেমনই খেলুন না কেন, তিনি আর জাতীয় দলে জন্য বিবেচিত হবেন না।
এই কথোপকথনের পরেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন রামোস।
যদিও একরাশ হতাশা নিয়েই সরে যেতে হচ্ছে তাঁকে। তিনি কিন্তু জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে আগ্রহী ছিলেন বলেই জানিয়েছেন রামোস।
কিন্তু কোচ না চাওয়ায় থামাতে হচ্ছে তাঁর আন্তর্জাতিক সফর। রামোসের দখলে স্পেনের হয়ে ১৮০ ম্যাচে ২৩টি গোল করার কৃতিত্ব রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -