ল্যাথামের দ্বিশতরান, নজির বোল্টের, দ্বিতীয় দিনেই টাইগার বধের স্বপ্ন দেখছে কিউয়িরা
ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনেি চালকের আসনে নিউজিল্যান্ড। জয়ের গন্ধ কিউয়ি শিবিরে। (সব ছবি আইসিসি)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদ্বিতীয় দিনে দ্বিশতরান হাঁকালেন টম ল্যাথাম। ৩৪টি বাউন্ডারি ও ২টো ছক্কার সাহায্যে ২৫২ রান করে আউট হন তিনি।
এদিন শতরান করেন ডেভন কনওয়েও। আগেরদিন ৯৯ রানে অপরাজিত ছিলেন। এদিন ১০৯ রান করেন তিনি।
কেরিয়ারের শেষ টেস্ট খেলতে নেমেছিলেন কিউয়ি ব্যাটার রস টেলর। তাঁকে অভিবাদন জানালেন বাংলাদেশের ক্রিকেটাররা।
ইনিংসে ৫ উইকেট নিলেন বোল্ট। এদিন আরও একটি নজির গড়েন তিনি। চতুর্থ কিউয়ি বোলার হিসেবে টেস্টে ৩০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন এই বাঁহাতি পেসার।
দেশের জার্সিতে শেষবারের মত টেস্ট খেলে আউট হয়ে ফিরছেন টেলর। তাঁর সঙ্গে হাত মেলালেন বাংলাদেশ অধিনায়ক মোমিনুল হক।
বল হাতে এরপর শুরু থেকেই দাপট দেখাতে থাকেন কিউয়ি পেস জুটি সাউদি ও বোল্ট। বাংলাদেশের ব্যাটিং লাইন আপ টিকতে পারেনি তাদের সামনে।
প্রথম ইনিংসে বাংলাদেশ অল আউট হয়ে যায় ১২৬ রানে। এখনও ৩৯৫ রানে পিছিয়ে তারা প্রথম ইনিংসে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -