Mahalaya 2021: লাল শাড়ি, কপালে টিপ, হাতে অস্ত্র, দুর্গা সেজে ঝড় তুলল মহম্মদ শামির মেয়ে
লাল টুকটুকে শাড়ি। কপালে সিঁদুরের টিপ। গা ভর্তি গয়না। হাতে ত্রিশূল। মহালয়ার সকালে দুর্গা সাজল একরত্তি আইরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবয়স মাত্র ৬। অস্ত্র হাতে অবশ্য বেশ নিপুণ। মহিষাসুরকে যুদ্ধে হারিয়ে বুকে গেঁথে দিল ত্রিশূল। আর তাতেই বিপত্তি। কট্টরপন্থীরা রেগে আগুন। সোশ্যাল মিডিয়ায় চলল খুদেকে বিদ্রুপ।
ফুটফুটে বাচ্চাটি মুসলিম। আইরার আর একটি পরিচয় হল, তার বাবা জাতীয় দলের তারকা পেসার মহম্মদ শামি। সেলিব্রিটি-কন্যা হওয়ার বিড়ম্বনা আরও বেশি। দুর্গা সেজে নেটিজেনদের ট্রোলিংয়ের নিশানা হতে হল আইরা শামিকে।
যদিও তাতে দমে যাওয়ার পাত্রী নন আইরার মা হাসিন জাহান। বরং জোর গলায় বলছেন, মেয়েকে সব ধর্মকে ভালবাসতে শেখাচ্ছেন তিনি। উদারমনস্ক করে তুলতে চাইছেন।
বুধবার, মহালয়ার দিন সকালে দুর্গা সেজে ফটোশ্যুট করে আইরা।
তার কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন হাসিন। তারপর থেকেই কুমন্তব্যে ভরে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার দেওয়াল।
এবিপি লাইভকে হাসিন বললেন, 'আমি চাই না আইরার ধর্ম নিয়ে কোনও ছুৎমার্গ থাকুক। ও নাচতে ভালবাসে। প্রত্যেক উৎসবে নাচে, উদযাপন করে। সব ধর্মের অনুষ্ঠানে সামিল হয়। ওকে এভাবেই বড় করতে চাই।'
আইরার বয়স মাত্র ৬ বছর। খুব ছোট থেকেই নাচ শেখে।
আইপিএল খেলতে ব্যস্ত শামি। তবে মরুদেশ থেকে ফোনে মেয়ের সঙ্গে কথা হয় মাঝে মধ্যেই। - সন্দীপ সরকার
- - - - - - - - - Advertisement - - - - - - - - -