Asian Games : ৬৮ গোলের বন্যায় এশিয়া সেরা, ৫ লক্ষ করে পাচ্ছেন সোনাজয়ী ভারতীয় হকি দলের সদস্যরা
এশিয়ান গেমসে সোনা জিতে আগামী বছরের প্যারিস অলিম্পিক্সে খেলার ছাড়পত্র জোগাড় করে ফেলেছে ভারতীয় হকি দল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফাইনালে জাপানকে ৫-২ গোলে হারিয়ে এশিয়ান গেমসের সেরা হয়েছে ভারতীয় দল। এশিয়া সেরা হওয়ার সুবাদে ভারতীয় পুরুষ হকি দলের প্রত্যেক সদস্যকে ৫ লক্ষ টাকা করে দেওয়ার কথা জানিয়েছে ভারতীয় হকি ফেডারেশন।
এশিয়ান গেমসের মঞ্চে ভারতীয় পুরুষ দল এই নিয়ে চতুর্থবার সোনার পদক জিতল। এর আগে ১৯৬৬, ১৯৯৮ ও ২০১৪ সালের এশিয়াডে সোনা জিতেছিল ভারত।
এশিয়ান গেমসের ইতিহাসে দক্ষিণ কোরিয়ার সঙ্গে দ্বিতীয় দেশ হিসেবে সোনা জয়ের নজিরে দ্বিতীয় স্থানে (৪ বার) পৌঁছে গেল ভারত। সর্বোচ্চ ৯ বার হকিতে এশিয়া সেরা হয়েছে পাকিস্তান।
২০১৮ সালের জাকার্তা এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক পেয়েই থেমেছিল ভারতীয় পুরুষ হকি দলের অভিযান। এবারে অবশ্য আগাগোড়া দাপট দেখিয়ে যোগ্যতম দল হিসেবেই সোনা জিতেছে টিম ইন্ডিয়া।
এশিয়ান গেমসে সোনা জয়ের পথে চোখ ধাঁধানো মোট ৬৮ টি গোল করেছে ভারতীয় দল। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১০-২ গোলে দুরমুশ করেছিল তারা।
এশিয়ান গেমসের গ্রুপপর্বে উকবেকিস্তানকে ১৬-০, পরের ম্যাচে সিঙ্গাপুরকে ১৬-১ গোলে হারায় ভারত।
গ্রুপপর্বের লড়াইয়ে এশিয়ান গেমসের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাপানকে ৪-২ ব্যবধানে হারিয়েছিল ভারত। ফাইনালে ব্যবধান ৫-২।
বাংলাদেশকে দিয়েছিল ১২ গোল। সেমিফাইনালের লড়াইয়ে কোরিয়াকে ৫-৩ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে স্থান পাকা করেছিল ভারতীয় হকি দল।
এশিয়ান গেমসে যে দাপট দেখিয়ে প্যারিসের পথ পাকা করল ভারতীয় হকি দল। তাতে আগামী বছরে ক্রীড়াক্ষেত্রের গ্রেটেস্ট শো অন আর্থের আগে আশায় বুক বাঁধছেন ভারতীয় ক্রীড়াপ্রেমীরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -