Dinesh Karthik Birthday:রায়না,রায়ডুদের আগেই ভারতীয় দলে জায়গা করে নিয়েছিলেন কার্তিক, তাঁর কেরিয়ারের আকর্ষণীয় কিছু তথ্য
আজ ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিকের জন্মদিন। ভারতের স্টাইলিস ব্যাটসম্যান-উইকেটরক্ষক কার্তিক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকার্তিকের কেরিয়ারে চিরদিনই দেখা গিয়েছে নানা ওঠা-পড়া। আজ ৩৬ বছরে পা দিলেন কার্তিক। ১৯৮৫-র ১ জুন তামিলনাড়ুর টুঠুকুড়িতে তাঁর জন্ম হয়েছিল।
ভারতীয় দলে খেলার আগে ২০০২-তে বরোদার হয়ে প্রথমবার প্রথম শ্রেণীর কোনও ম্যাচ খেলেছিলেন কার্তিক।
ঘরোয়া ক্রিকেট উইকেটকিপিং ও ব্যাটিংয়ে তাঁর দক্ষতা নির্বাচকদের নজর কাড়ে। ২০০৪-এ প্রথমবার ভারতীয় দলের দরজা খুলে যায় তাঁর কাছে।
যদিও একদিনের ম্যাচ ও টেস্টে সাদামাটা পারফরম্যান্সের কারণে বাদ পড়তে হয় ভারতীয় দল থেকে। কিন্তু এরপর থেকে মাঝেমধ্যেই ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। কিন্তু জায়গা পাকা করতে পারেননি তিনি।
কেরিয়ারে ৯৪ টি একদিনের ম্যাচ খেলেছেন কার্তিক। কিন্তু একটিও সেঞ্চুরি নেই তাঁর। টেস্টেও তাঁর পারফরম্যান্স খুব বেশি প্রভাবশালী ছিল না। কিন্তু কার্তিক হার মানেননি।
সময়ের সঙ্গে টি ২০ ক্রিকেটে বিশেষজ্ঞ উইকেটরক্ষক ও ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন।
কার্তিক ২০০৪-এ ভারতের অনূর্ধ্ব ১৯ দলে জায়গা পেয়েছিলেন। ওই সময় দলে তাঁর সহ খেলোয়াড়রা ছিলেন সুরেশ রায়না, রবিন উত্থাপ্পা, অম্বাতি রায়ডুরা। কিন্তু তাঁদের সবার আগে সিনিয়র দলে জায়গা করে নিয়েছিলেন কার্তিক।
২০০৪-এ ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয়েছিল কার্তিকের। কিন্তু এরপর খুব বেশি সময় ভারতীয় দলে থাকতে পারেননি তিনি। প্রথম ১০ ম্যাচে উল্লেখযোগ্য পারফর্ম করতে না পারায় বাদ পড়তে হয়েছিল তাঁকে।
কার্তিক ২০০৭-এ প্রথম টেস্ট খেলেছিলেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে ঢাকায় ওই টেস্টে শতরান এসেছিল তাঁর ব্যাট থেকে। এরপর তো টেস্টে ওপেনও করেছিলেন। কিন্তু সেই সাফল্য দীর্ঘস্থায়ী হয়নি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -