Test Record In Pics: টেস্টে যে ১০টি রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব
এক টেস্টে ২ ইনিংস মিলিয়ে সর্বাধিক রানের মালিক এখনও পর্যন্ত গ্রাহাম গুচ। লর্ডসে ১৯৯০ সালে ভারতের বিরুদ্ধে এক ম্যাচে ৪৫৬ রান করেছিলেন। প্রথম ইনিংসে ৩৩৩ ও পরের ইনিংসে ১২৩ রান করেছিলেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটেস্টে সর্বাধিক উইকেট প্রাপকের তালিকায় প্রথম স্থানে রয়েছেন মুত্থাইয়া মুরলিথরন। এই ফর্ম্যাটে ৮০০ উইকেটের মালিক তিনি।
২১০ ক্যাচের মালিক রাহুল দ্রাবিড়। ১৬৪ টেস্ট ম্যাচ খেলে এই সংখ্যক ক্যাচ লুফেছেন ভারতীয় ক্রিকেট দলের বর্তমান কোচ।
টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ দেশকে নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব গ্রেম স্মিথের দখলে। মোট ১০৯ টেস্টে দেশের হয়ে অধিনায়কত্ব করেছেন তিনি।
২০০ টেস্ট খেলা এখনের সময় যে কোনো ক্রিকেটারের কাছে প্রায় অসম্ভব। কিন্তু এটাই সম্ভব করেছিলেন সচিন তেন্ডুলকর।
ডন ব্র্যাডম্যানের গড়। ক্রিকেটের এই ফর্ম্যাটে কিংবদন্তী ব্র্যাডম্যানের গড় ৯৯.৯৪।
অবিশ্বাস্য হলেও সত্যি। প্রথম শ্রেয়াণির ক্রিকেট ও টেস্ট মিলে কেরিয়ারে মোট ১৯৯ শতরানের মালিক ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার স্যার জ্যাক হবস।
এই রেকর্ডটিও চোখ কপালে তোলার মতই। ৫২ বছর বয়েসে উইলফ্রেড রোডসের টেস্ট খেলা। ৩০ বছরের সবচেয়ে লম্বা টেস্ট কেরিয়ার ছিল তাঁর।
একমাত্র ক্রিকেটার হিসেবে টেস্টে ১০০ বা তার বেশি সংখ্যক ম্যাচ জয়ের নজির একমাত্র রয়েছে রিকি পন্টিংয়ের।
টেস্টে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার রেকর্ড প্রথম ছিল তাঁর। যদিও সেই তালিকায় এখন রয়েছেন অনিল কুম্বলে ও আজাজ পটেলও। কিন্তু জিম লেকারই একমাত্র ক্রিকেটার যিনি এক ম্যাচে ১৯ উইকেটের মালিক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -