Captaincy Record: আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্বদানের রেকর্ড কার, তালিকায় প্রথম দশে কারা?
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচে (টেস্ট, ওয়ান ডে ও টি ২০) অধিনায়কত্ব করার রেকর্ড রয়েছে মহেন্দ্র সিংহ ধোনির। সমস্ত ফর্ম্যাট মিলিয়ে ৩৩২ ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন ধোনি। ধোনির অধিনায়কত্বে ভারত ১৭৮ ম্যাচে জিতেছে, হেরেছে ১২০ ম্যাচে
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্বাদানকারীদের তালিকায় দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। তিনি ৩২৪ ম্যাচে অস্ট্রেলিয়ার অধিনায়কছিলেন। তাঁর অধিনায়কত্বে অস্ট্রেলিয়া ২২০ ম্যাচে জিতেছে। হেরেছে মাত্র ৭৭ ম্যাচে।
১৯৯৭ থেকে ২০০৭ পর্যন্ত নিউজিল্যান্ড দলের নেতৃত্ব দিয়েছেন স্টিফেন ফ্লেমিং। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তিনি। তাঁর নেতৃত্বে নিউজিল্যান্ড ৩০৩ ম্যাচের মধ্যে জিতেছে ১২৮ ম্যাচে। হেরেছে ১৩৫ ম্যাচে।
গ্রেম স্মিথ ২০০৩ থেকে ২০১৪ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ছিলেন। ২৮৬ ম্যাচে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর অধিনায়কত্বে দক্ষিণ আফ্রিকা জিতেছে ১৬৩ ম্যাচে। হেরেছে ৮৯ টিতে।
১৯৮৪ থেকে ১৯৯৪ পর্যন্ত অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন অ্যালেন বর্ডার। তাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়া ২৭১ ম্যাচ খেলে জিতেছে ১৩৯ টিতে, হেরেছে ৮৯ ম্যাচে।
অর্জুন রণতুঙ্গার নেতৃত্বে শ্রীলঙ্কা ২৪৯ ম্যাচ খেলে জিতেছে ১০১ টিতে। হেরেছে ১১৪ ম্যাচে।
মহম্মদ আজহারউদ্দিন (১৯৯০-৯৯) ভারতীয় দলকে ২২১ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। তাঁর নেতৃত্বে ভারত জিতেছে ১০৪ ম্যাচে, হেরেছে ৯০ ম্যাচে।
এই তালিকায় অষ্টম স্থানে পৌঁছে গিয়েছেন বিরাট কোহলি। তাঁর অধিনায়কত্বে ভারত ২১২ ম্যাচ খেলেছে। এরমধ্যে জিতেছে ১৩৫ ম্যাচে। হেরেছে ৫৯ ম্যাচে।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের (১৯৯৯-২০০৫) নেতৃত্বে ভারত ১৯৬ ম্যাচ খেলেছে। জিতেছে ৯৭ ম্যাচে। হেরেছে ৭৯ ম্যাচে।
এই তালিকায় ১০ নম্বরে ইংল্যান্ডের ইয়ন মর্গ্যান। তাঁর নেতৃত্বে ইংল্যান্ড ১৯৪ ম্যাচ খেলে জিতেছে ১১৫ টিতে, হেরেছে ৬৬ টি ম্যাচে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -