Christian Eriksen: ব্রেন্টফোর্ডের হয়ে অনুশীলন করছেন, স্বাভাবিক জীবনে ক্রিশ্চিয়ান এরিকসেন
ইউরো কাপে ফিনল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন ডেনমার্কের ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেন। তাঁর হার্টে সমস্যা ধরা পড়ে। সেই অসুস্থতা কাটিয়ে মাঠে ফিরেছেন তিনি। ছবি সৌজন্যে https://www.instagram.com/brentfordfc/
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইংলিশ প্রিমিয়ার লিগের দল ব্রেন্টফোর্ডের হয়ে সই করেছেন এরিকসেন। তিনি নতুন সতীর্থদের সঙ্গে অনুশীলনও শুরু করে দিয়েছেন। ছবি সৌজন্যে https://www.instagram.com/brentfordfc/
এরিকসেনের হার্টে ‘ইমপ্ল্যান্টেবল কার্ডিওভার্টার ডিফিব্রিলেটর’ নামে একটি বিশেষ যন্ত্র বসানো হয়েছে। তার ফলেই সুস্থ হয়ে উঠেছেন তিনি। ছবি সৌজন্যে https://www.instagram.com/brentfordfc/
গত বছরের ডিসেম্বরে ইতালির ক্লাব দল ইন্টার মিলানের অনুশীলনে ফেরেন এরিকসেন। কিন্তু ইতালির নিয়ম অনুযায়ী, হার্টে বিশেষ যন্ত্র নিয়ে তাঁর পক্ষে খেলা সম্ভব হয়নি। তাই নতুন দল খুঁজে নিতে হয়েছে। ছবি সৌজন্যে https://www.instagram.com/chriseriksen8/
ব্রেন্টফোর্ডের ম্যানেজার টমাস ফ্রাঙ্কের দাবি, ক্লাবের ইতিহাসে সেরা ফুটবলারকে সই করানো হয়েছে। এরিকসেন অসাধারণ পারফরম্যান্স দেখাবেন বলে তিনি আশাবাদী। ছবি সৌজন্যে https://www.instagram.com/chriseriksen8/
অনুশীলন শুরু করলেও, খেলা শুরু করতে এখনও কিছুদিন সময় লাগবে এরিকসেনের। তিনি পুরোপুরি ফিট হয়ে উঠলে তবেই প্রতিযোগিতামূলক ম্যাচে নামাবেন ম্যানেজার। ছবি সৌজন্যে https://www.instagram.com/chriseriksen8/
এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা আছে এরিকসেনের। তিনি টটেনহ্যামের হয়ে খেলেছেন। ফলে তাঁর মানিয়ে নিতে সমস্যা হবে না বলেই মনে করছেন ব্রেন্টফোর্ড ম্যানেজার। ছবি সৌজন্যে https://www.instagram.com/chriseriksen8/
এরিকসেন সই করায় ব্রেন্টফোর্ডের সদস্য-সমর্থকরা উচ্ছ্বসিত। তাঁদের আশা, দল এবার প্রিমিয়ার লিগে ভাল জায়গায় থাকবে। ছবি সৌজন্যে https://www.instagram.com/chriseriksen8/
এরিকসেন এবার স্বাভাবিক জীবনে ফিরতে চাইছেন। ইউরো কাপের দুঃস্বপ্ন কাটিয়ে ফের ফুটবল মাঠে লড়াই করাই তাঁর লক্ষ্য। ছবি সৌজন্যে https://www.instagram.com/chriseriksen8/
ইউরো কাপে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর এরিকসেন আর মাঠে ফিরতে পারবেন কি না, সে বিষয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন। তবে এরিকসেন মাঠে ফিরেছেন। তিনি এখন প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার অপেক্ষায়। ছবি সৌজন্যে https://www.instagram.com/chriseriksen8/
- - - - - - - - - Advertisement - - - - - - - - -