Safer Internet Day 2022 : সাইবার প্রতারণা থেকে বাঁচার ১২ টিপস একনজরে
প্রতিদিন বাড়ছে আমাদের ইন্টারনেটের প্রতি নির্ভরশীলতা। গরমাগরম লাঞ্চ-ডিনার থেকে মুদিখানার কেনাকাটি , সবই এখন জাস্ট আ ক্লিক অ্যাওয়ে। কিন্তু স্মার্ট ফোন, অনলাইন কেনাকাটার আধুনিকতম প্রযুক্তিতে অভ্যস্ত হয়ে পড়া মানুষ কিন্তু কিছু অসাবধানতার জন্য বড়সড় সাইবার সমস্যার সম্মুখীন হচ্ছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppSafer Internet Day 2022 - তে জেনে নিন নিরাপদে ইন্টারনেট ব্যবহার করার কিছু টিপস। শেয়ার করলেন ISOEH - এর কর্ণধান সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত।
ব্রাউজারে পাসওয়ার্ড সেভ রাখবেন না।
অপরিচিত কোনও ব্যক্তি ফোন করে কোনও NUMBER বা PIN বা OTP চাইলে, তা দেবেন না। তিনি যে পরিচয়ই দিন না কেন। মনে রাখবেন, কেউ কখনও সাধু উদ্দেশ্যে ওটিপি চায় না।
ক্লাউড / গুগল ড্রাইভ / ওয়ান ড্রাইভ / অ্যাপল ক্লাউডে পর্যায়ক্রমে ব্যাকআপ নিয়ে রাখুন
গুগল সার্চে পাচ্ছেন বলেই সেখানে অন্ধভাবে নিজের সম্পর্কে সব তথ্য দিয়ে দেবেন না। অনেক সময়ই সার্চে উঠে আসা সাইটগুলি হ্যাকারদের দ্বারা তৈরি হয়।
ব্রাউজার থেকে কুকিজ পরিষ্কার করুন নিয়মিত
সোশ্যাল মিডিয়ায় আপনার ভিডিও বা অডিও সর্বজনীনভাবে (Public) আপলোড করবেন না।
সত্যতা যাচাই না করে অন্ধভাবে খবর ফরোয়ার্ড করবেন না। ভুয়ো খবর ভাইরাল হওয়া বন্ধ করুন।
খুব ভাল করে ব্যবহার না জেনে TeamViwer বা anydesk বা Quick KYC অ্যাপ ইনস্টল বা ব্যবহার করবেন না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -