Mohammad Azharuddin Birthday: প্রথম তিন টেস্টেই শতরান, আজও অক্ষত মহম্মদ আজহারউদ্দিনের রেকর্ড
আজ মহম্মদ আজহারউদ্দিনের জন্মদিন। ছবি সৌজন্যে https://www.instagram.com/azharflicks/
1/10
আজ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের জন্মদিন। ১৯৬৩ সালের ৮ ফেব্রুয়ারি হায়দরাবাদে জন্ম হয় তাঁর। তিনি আজ ৫৯ বছর পূর্ণ করলেন।
2/10
ডানহাতি ব্যাটসম্যান আজহার লেগসাইডে প্রচণ্ড শক্তিশালী ছিলেন। তিনি অসাধারণ ফিল্ডারও ছিলেন। দীর্ঘদিন ভারতীয় দলের অধিনায়কত্ব করেছেন তিনি। ছবি সৌজন্যে https://www.instagram.com/azharflicks/
3/10
আজহারই একমাত্র ভারতীয় অধিনায়ক, যিনি ১৯৯২, ১৯৯৬ ও ১৯৯৬, তিনবার ৫০ ওভারের বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর সময়ে অবশ্য একবারও বিশ্বকাপ জিততে পারেনি ভারত।
4/10
১৯৮৪ সালের ৩১ ডিসেম্বর ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় আজহারের। জীবনের প্রথম তিনটি টেস্টেই শতরান করে অসাধারণ নজির গড়েন তিনি। ছবি সৌজন্যে https://www.instagram.com/azharflicks/
5/10
ভারতের হয়ে ৯৯ টেস্টে ৬,২১৫ রান করেন আজহার। ৩৩৪টি একদিনের ম্যাচে তাঁর মোট রান ৯,৩৭৮।
6/10
১৯৮৯ সালে ভারতীয় দলের অধিনায়ক হন আজহার। তাঁর নেতৃত্বে ৪৭টি টেস্ট ম্যাচ খেলে ১৪টিতে জয় পায় ভারত। ১৭৪টি একদিনের ম্যাচে অধিনায়ক হিসেবে খেলেন আজহার। জয় আসে ৯০টি ম্যাচে।
7/10
ইডেনে আজহারের পারফরম্যান্স বরাবরই ভাল ছিল। অভিষেক থেকে শুরু করে এখানে তিনি পাঁচটি শতরান করেন। ইডেনে তাঁর গড় ১০৭.৫০।
8/10
ইংল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে সফল আজহার। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫টি টেস্ট ম্যাচ খেলে তিনি ১,৯৭৮ রান করেন। শতরান ৬টি এবং গড় ৫৮.০৯। ছবি সৌজন্যে https://www.instagram.com/azharflicks/
9/10
১৯৯৮ সালে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ডেসমন্ড হেইনসকে টপকে একদিনের আন্তর্জাতিকে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েন আজহার। পরে অবশ্য সেই রেকর্ড ভেঙে দেন সচিন তেন্ডুলকর। ছবি সৌজন্যে https://www.instagram.com/azharflicks/
10/10
১৯৮৬ সালে অর্জুন পুরস্কার পান আজহার। ১৯৮৮ সালে তাঁকে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়। ১৯৯১ সালে তিনি উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন। ছবি সৌজন্যে https://www.instagram.com/azharflicks/
Published at : 08 Feb 2022 06:23 PM (IST)