Rahul Dravid Profile: ক্রিকেটার থেকে কোচ, ফিরে দেখা রাহুলের অজানা কাহিনি
ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন রাহুল দ্রাবিড়। রবি শাস্ত্রীর স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হিসেবে কাজ করছিলেন রাহুল। এছাড়াও ভারতীয় যুব দলের কোচ হিসেবেও কাজ করেছেন।
ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি তারকা ক্রিকেটারদের মধ্যে একজন রাহুল।
মধ্যপ্রদেশের ইন্দোরে জন্মগ্রহণ করেন রাহুল দ্রাবিড়। ১৯৭৩ সালের ১১ অক্টোবর জন্ম হয় রাহুলের।
ছোটবেলা থেকেই ক্রিকেটের ভক্ত ছিলেন রাহুল। আর প্রায়ই বন্ধুদের সাথে ক্রিকেট খেলতেন। কিছুদিন ইন্দোরে থাকার পর রাহুলের পরিবার বেঙ্গালুরুতে চলে যায়।
রাহুলের বাবা একটি জ্যাম তৈরির কারখানায় কাজ করতেন এবং মা ছিলেন বিশ্বেশ্বরায়া কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের একজন অধ্যাপক।
রাহুল এতটাই ক্রিকেট পছন্দ করতেন যে তিনি তার বন্ধুর বাড়িতে গ্যারেজে গিয়ে ক্রিকেট খেলতেন।
নিঁখুত টেকনিক, দুর্দান্ত ফুটওয়ার্ক আর অসম্ভব ধৈর্য রাহুলকে মি.ডিপেন্ডবল আখ্যা দেওয়া হয়েছিল।
১৯৯৬ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় রাহুলের। ২০১২ সালে আন্তর্জাতিক কেরিয়ারকে বিদায় জানান তিনি।
অনূর্ধ্ব ১৯ দলের কোচ হিসেবে ২০১৮ সালে বিশ্বকাপ জিতেছেন দ্রাবিড়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -