India vs Australia : ব্যাটে রিঙ্কু, বলে অক্ষরের কামাল, কোন পথে বিশ্বকাপের বদলা ভারতের
টসে হারেন সূর্যকুমার। ভারতকে রায়পুরের ম্যাচে প্রথমে ব্যাট করতে পাঠান অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রথমে ব্যাট করতে নেমে যশস্বী জয়সওয়াল (৩৭) ঝোড়ো শুরু করলেও বড় রানের ইনিংস খেলতে ব্যর্থ হন।
শ্রেয়স আইয়ার ও সূর্যকুমার যাদব অল্প রানে আউট হয়ে যান। অবশ্য রিঙ্কু সিংহকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন রুতুরাজ গায়কোয়াড় (৩২)।
রুতুরাজ ফিরে গেলেও দুরন্ত ছন্দে থাকা রিঙ্কু সিংহের ব্যাটে ভর করে দারুণ মেজাজে এগোতে থাকে ভারতের ইনিংস।
মাঝে কিপার-ব্যাটার জিতেশ শর্মার (Jitesh Sharma) যোগ্য সঙ্গ পান রিঙ্কু। ১ বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ বলে ৩৫ রান হাঁকান তিনি।
রিঙ্কু সিংহের ৪ টি চার ও ২ টি ছক্কার সাহায্যে ২৯ বলে ৪৬ রানের ইনিংসে ভর করে ১৭৪ রানের লড়াকু স্কোর খাড়া করে ভারত।
বল হাতে অজিদের বিরুদ্ধে দাপট দেখান অক্ষর প্যাটেল। ৪ ওভারে ১৬ রান দিয়ে ট্রাভিস হেড সহ ৩ ব্যাটারকে সাজঘরে ফেরান তিনি।
উইকেটের খতিয়ানে রবি বিষ্ণোইয়ের নামের পাশে একটি উইকেট থাকলেও রান তাড়া করতে নামা অজিদের প্রথম ধাক্কা দিয়েছিলেন তিনি। সঙ্গে অক্ষরের সঙ্গে তাল মিলিয়ে করে গিয়েছেন দুরন্ত বোলিং।
বিশ্বকাপের তুলনায় ধারে-ভারে অনেকটাই কম হলেও ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে এই সিরিজজয় দুধের স্বাদ ঘোলে মেটানোর মতোই। যেখানে নজর কাড়ল সূর্যকুমার যাদবের অধিনায়কত্ব।
সিরিজের প্রথম দুটো ম্যাচে জিতে দারুণভাবে শুরু করেছিল ভারত। গত ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলের দাপটে অজিরা ম্যাচ জিতে সিরিজ জমিয়ে দিয়েছিলেন। কিন্তু চতুর্থ ম্যাচে জিতেই ৩-১ ব্যবধানে সিরিজ পকেটে পুরে ফেলল ভারত। শেষ ম্যাচে মাঠে নামার আগেই। (সব ছবি-PTI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -