Indian Cricketers Most Duck: সচিন-সৌরভ থেকে কোহলি, লজ্জার এই রেকর্ড এড়াতে পারেননি
আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার নজির রয়েছে জাহির খানের। ১৪ বছরের কেরিয়ারে ৩০৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলে মোট ৪৩ বার কোনও রান না করে আউট হয়েছেন জাহির খান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলজ্জাজনক এই তালিকায় দু'নম্বরে রয়েছেন ইশান্ত শর্মা। ১৯৫টি আন্তর্জাতিক ম্যাচে ৩৯ বার 'ডাক' অর্থাৎ কোনও রান না করে ফিরেছেন দিল্লির ডানহাতি পেসার।
ভারতের হয়ে তিন ধরনের ফর্ম্যাট মিলিয়ে ৩৬৫টি আন্তর্জাতিক ম্যাচে ৩৭ বার শূন্য রানে আউট হয়েছেন অফস্পিনার হরভজন সিংহ।
৪০১টি আন্তর্জাতিক ম্যাচে ৩৫ বার শূন্য রানে আউট হয়েছেন অনিল কুম্বলে।
তিনি সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান। ক্রিকেট গ্রহে হেন রেকর্ড নেই যা তাঁর অধরা। অথচ শূন্য করার তালিকাতেও রয়েছেন সচিন তেন্ডুলকর। কেরিয়ারে ৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচে ৩৪ বার কোনও রান না করে আউট হয়েছেন মাস্টার ব্লাস্টার।
২৯৬টি আন্তর্জাতিক ম্যাচে ৩২ বার কোনও রান না করে ফিরেছেন প্রাক্তন পেসার জাভাগাল শ্রীনাথ।
অনবদ্য সমস্ত ব্যাটিং কীর্তি রয়েছে বীরেন্দ্র সহবাগের ঝুলিতে। পাশাপাশি কেরিয়ারে সবচেয়ে বেশিবার শূন্য রানে ফেরার তালিকাতেও রয়েছেন বীরু। ৩৬৩টি আন্তর্জাতিক ম্যাচে ৩১ বার শূন্যতে ফিরেছেন নজফগড়ের নবাব।
তিনি বিশ্বকাপজয়ী অধিনায়ক। কিংবদন্তি অলরাউন্ডার কপিল দেব ৩৫৬টি আন্তর্জাতিক ম্যাচে ২৯ বার শূন্য রানে ফিরেছেন।
দেশের হয়ে ৪২১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক ২৯ বার কোনও রান না করেই আউট হয়েছেন।
সাম্প্রতিককালে বিশ্বের সেরা ব্যাটসম্যান বলা হয় তাঁকে। সেই বিরাট কোহলি ৪৩৫টি ম্যাচ খেলে ফেলেছেন দেশের হয়ে। তাতে মোট ২৮ বার শূন্য রানে ফিরেছেন। তালিকায় তিনি দশ নম্বরে। ছবি ক্রিকেটারদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে নেওয়া।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -