Poland Youth Championship: তিরন্দাজিতে কীর্তি ভারতের মহিলাদের, নতুন বিশ্বরেকর্ড
টোকিও অলিম্পিক্স থেকে ভারতীয় তিরন্দাজদের খালি হাতে বাড়ি ফিরতে হয়েছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে পোল্য়ান্ডে চমকে দিলেন ভারতের মহিলা তিরন্দাজরা। ভেঙে দিলেন বিশ্বরেকর্ড!
পোল্যান্ডে অনুষ্ঠিত বিশ্ব যুব তিরন্দাজিতে বিশ্বরেকর্ড গড়ল ভারতের অনূর্ধ্ব ১৮ মহিলাদের কম্পাউন্ড দল।
সর্বোচ্চ সম্ভাব্য ২১৬০ পয়েন্টের মধ্যে ভারতীয় তিরন্দাজরা ২০৬৭ পয়েন্ট পেলেন। যা বিশ্বরেকর্ডের চেয়ে ২২ পয়েন্ট বেশি। পোল্যান্ড থেকে ইতিহাস তৈরি করে ফিরছেন ভারতীয় যুব তিরন্দাজরা।
টোকিও অলিম্পিক্সে ভারতীয় তিরন্দাজরা আশা জাগিয়েও পদক স্বপ্ন পূরণ করতে পারেননি।
অলিম্পিক্সে বাংলার যাবতীয় আক্ষেপ দূর করে দেওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন তিরন্দাজ দম্পতি। অতনু দাস ও দীপিকা কুমারী।
ব্যক্তিগত বিভাগে দুজনই ভাল খেলেন। পদক জয়ের সম্ভাবনাও তৈরি করেছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি।
প্রি-কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে যান অতনু। প্রি-কোয়ার্টারে অতনুর প্রতিপক্ষ ছিলেন জাপানের তাকাহারু ফুরুকাওয়া। তাকাহারুর সঙ্গে লড়াই করেও শেষ পর্যন্ত ৬-৪-এ হেরে যান তিনি।
একইভাবে আশা জাগিয়েও হার মানতে হয় দীপিকা কুমারীকে।
কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার প্রতিদ্বন্দ্বী আন সানের কাছে ০-৬ ব্যবধানে হেরে যান ভারতীয় তিরন্দাজ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -