IPL KKR: নিলামের টেবিলে আকাশছোঁয়া দর উঠেছিল তাঁদের, আইপিএলের ইতিহাসে কেকেআরের ৫ দামি ক্রিকেটার
শুধুমাত্র কেকেআরের নিলামের ইতিহাসেই নয়, আইপিএলে নিলামের ইতিহাসে সবচেয়ে বেশি দাম পেয়েছেন এবার মিচেল স্টার্ক। ২০১৮ সালেও তাঁকে দলে নিয়েছিল নাইটরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবারের নিলামে মোট ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করে অজি পেসারকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। যা রেকর্ড।
কলকাতা নাইট রাইডার্স প্যাট কামিন্সকেও দলে নিয়েছিল কিছু মরসুম আগে। এবারের নিলামেও কামিন্স ২০ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যে সানরাইজার্সে গিয়েছেন।
২০২০ আইপিএল নিলামে ১৫.৫ কোটি টাকা খরচ করে কামিন্সকে দলে নিয়েছিল কেকেআর শিবির।
কেকেআরের আইপিএল ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক। ২ বার গৌতম গম্ভীরের নেতৃত্ব ট্রফি ঘরে তুলেছে নাইটরা।
২০১১ নিলামে ১১ কোটি ৪০ লক্ষ টাকা খরচ করে বিশ্বকাপজয়ী বাঁহাতি ওপেনারকে দলে নিয়েছিল নাইটরা।
তালিকায় আছেন বিধ্বংসী ব্য়াটার ইউসুফ পাঠানও। ২০১১ মরসুমে ৯ কোটি ৬৬ লক্ষ টাকা খরচ করে তাঁকে দলে নেয় কেকেআর।
মারকাটারি ইনিংস খেলতেন ইউসুফ। রাজস্থান রয়্যালসের জার্সিতে মাত্র ৩৬ বলে শতরানের ইনিংস খেলেছিলেন আইপিএলের প্রথম মরসুমে।
তালিকায় প্রাক্তন অজি তারকা ক্রিস লিনও রয়েছেন। বিধ্বংসী এই ওপেনিং ব্যাটারের জন্যও বড় দর হাঁকিয়েছিল নাইটরা।
২০১৮ নিলামে লিনের জন্য ৯ কোটি ৬০ লক্ষ টাকা খরচ করেছিল কলকাতা শিবির।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -