Virat Kohli Captaincy : কোহলির বিরাট-নেতৃত্বে কীভাবে টেস্টে সাফল্যের চূড়ায় ভারত ?
৮৯ বছর আগের কথা। সালটা ছিল ১৯৩২। ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে প্রথম টেস্ট ম্যাচ খেলে ভারতীয় দল। ১৯৭০-এর দশকে বড় দলগুলির বিরুদ্ধে জিততে শুরু করে টিম ইন্ডিয়া। কিন্তু, বিদেশের মাটিতে পারফরম্যান্স ভাল ছিল না।(ছবি সৌজন্য : AFP)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএমনকী ১৯৮৩ সালে বিশ্বাকাপ জেতার পরও, বিদেশের মাটিতে টেস্ট রেকর্ড খুব একটা আশাপ্রদ ছিল না। ১৯৩২ থেকে ১৯৯৯ সালের মধ্যে বিদেশের মাটিতে মাত্র ১৩টি টেস্ট ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া। অথচ এই সময়ের মধ্যে বিদেশের মাটিতে ১৫৫টি টেস্ট ম্যাচ খেলে ফেলে। কিন্তু, এখন বিরাট কোহলির নেতৃত্বে টিম ইন্ডিয়া পুরো পাল্টে গেছে। (ছবি সৌজন্য : AFP)
সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে অধিনায়কত্ব যাওয়ার পর থেকেই বিদেশের মাটিতে জিততে শুরু করে টিম ইন্ডিয়া। এখনও পর্যন্ত বিদেশের মাটিতে ভারত মাত্র ৫৩টি টেস্ট জিতেছে। এর মধ্যে ২০০০ সালের পরই জয় এসেছে ৪০টিতে। কোহলির নেতৃত্বে বাইরে আরও সাফল্য পেয়েছে ভারতীয় দল। ২০১৪-র শেষের দিকে অস্ট্রেলিয়া ট্যুরে ভারতীয় দলে অধিনায়কত্বের দায়িত্ব পান কোহলি। (ছবি সৌজন্য : AFP)
১৯৩২ থেকে ১৯৯৯ পর্যন্ত ভারত সব মিলিয়ে ৩৩০টি টেস্ট ম্যাচ খেলেছিল। এই সময়ের মধ্যে ভারত জিতেছিল মাত্র ৬১টিতে এবং পরাস্ত হয়েছিল ১০৯টি টেস্টে। যদিও ২০০০ সালের পর থেকে পরিস্থিতি পাল্টাতে থাকে। ওই বছর থেকে ২২০টি টেস্টের মধ্যে ১০১টিতে জয়লাভ করে ভারত। পরাজিত হয় ৬০টি টেস্টে। (ছবি সৌজন্য : AFP)
গত ২০ বছরের মধ্যে সবথেকে সাফল্য পেয়েছেন কোহলি। ২০১৫ সালে ভারত ৬৪টি টেস্ট ম্যাচ খেলে ৪০টিতে জেতে। পরাজিত হয় ১৩টি টেস্টে এবং ১১টি ড্র হয়। এই সময়ে ভারতের জয়ের হার ৬২.৫ শতাংশ। (ছবি সৌজন্য : AFP)
বিরাট কোহলি ভারতের সবথেকে সফল টেস্ট ক্যাপ্টেনও। তাঁর অধিনায়কত্বে ভারত ৬০টি টেস্ট ম্যাচ খেলে ৩৬টিতে জিতেছে। হেরেছে ১৪টিতে। (ছবি সৌজন্য : AFP)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -