MSD Mumbai Shoot: বিরাট-বিস্ফোরণের দিন মুম্বইয়ে দেখা গেল ধোনিকে, কী করছেন ক্যাপ্টেন কুল?
ভারতীয় ক্রিকেটে তোলপাড় চলছে। একদিকে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। অন্যদিকে বিরাট কোহলি (Virat Kohli)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসৌরভ দাবি করেছেন, বিরাটকে টি-টোয়েন্টি নেতৃত্ব না ছাড়ার অনুরোধ করেছিলেন। বিরাট নাকি শোনেননি। অন্য়দিকে সাংবাদিক বৈঠকে বিরাট সেই দাবি উড়িয়ে দিয়ে বলেছেন, তাঁর সিদ্ধান্ত বোর্ড (BCCI) কর্তারা মেনে নিয়েছিলেন। তাঁকে কোনও অনুরোধ করা হয়নি।
বুধবার মুম্বইয়ে বসে যখন বোমা ফাটাচ্ছিলেন বিরাট কোহলি, তখন কয়েক কিলোমিটারের মধ্যে ছিলেন তাঁর পূর্বসূরিও।
মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। যাঁর হাত থেকে জাতীয় দলের নেতৃত্বের ব্যাটন উঠেছিল বিরাটের হাতে।
ধোনিও এখন মুম্বইয়ে। তবে ভারতীয় ক্রিকেটের বিতর্ক থেকে কয়েকশো যোজন দূরে। বাইশ গজের বাইরে। তবে ছুটি কাটাতে নয়। বরং বেশ কর্মব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটছে তাঁর।
দেশের বাণিজ্যিক রাজধানীতে কী করছেন ধোনি? তাহলে কি তাঁকে ফের জাতীয় দলের মেন্টরের দায়িত্ব দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড? ঠিক যেভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ধোনিকে জাতীয় দলের সঙ্গে সম্পূর্ণ নতুন ভূমিকায় দেখা গিয়েছিল, ফের কি সেভাবে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে প্রবেশ করছেন মাহি?
ধোনির ঘনিষ্ঠমহলে খোঁজ নিয়ে জানা গেল, না। ক্রিকেটের সঙ্গে ধোনির মুম্বই সফরের কোনও যোগ নেই।
বিজ্ঞাপনের কাজে আরব সাগরের তীরের শহরে রয়েছেন তিনি। প্রায় দেড় বছর হয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধোনি। তবু তাঁর জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি।
বিভিন্ন বহুজাতিক সংস্থাতেও ধোনির ব্র্যান্ড ভ্যালু আগের মতোই। ঝকঝকে চেহারার ধোনিকে দিয়ে নিজেদের পণ্য বা সার্ভিসের প্রচার করিয়ে নিতে বিভিন্ন সংস্থার মধ্যে হুড়োহুড়ি রয়েছে সেই আগের মতোই।
শ্যুটিংয়ের ফাঁকেই ধোনির সঙ্গে সম্প্রতি দেখা হয়ে গিয়েছিল অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ আড্ডা চলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -