CSK IPL Victory Celebration: আইপিএল জয়ের সেলিব্রেশন, স্ট্যালিনের হাত থেকে পুরস্কার নিলেন ধোনি
আইপিএল জয়ের সেলিব্রেশন, স্ট্যালিনের হাত থেকে পুরস্কার নিলেন ধোনি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচেন্নাইয়ে একটি অনুষ্ঠানে ধোনি আরও জানিয়েছেন, ‘আমি ২০২২-এর আইপিএল-এ সিএসকে-র হয়ে খেলব কি না, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিইনি। এখনও অনেক দেরি আছে। ফলে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই।'''
পুরস্কৃত করা হয় চেন্নাই সুপার কিংসের অভিজ্ঞ ব্যাটার রবিন উথাপ্পাকেও।
অনুষ্ঠানে হাজির থাকা ভারতীয় বোর্ডের সচিব জয় শাহ জানিয়ে দেন, পরের বছর আইপিএল ভারতেই হবে।
ধোনির নেতৃত্বে এবারের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে সিএসকে। তারপর থেকেই ধোনির আইপিএল থেকেও অবসর নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
চেন্নাই সুপার কিংসের তারকা পেসার শার্দূল ঠাকুরকে পুরস্কৃত করা হল।
এবারের আইপিএলে সিএসকের জার্সিতে সর্বাধিক উইকেটের মালিক হয়েছিলেন শার্দূল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বজয়ী আরেকজন ভারত অধিনায়ক কপিল দেব।
চেন্নাই সুপার কিংস এই নিয়ে মোট চতুর্থবার আইপিএলে জয় পেল।
তিনি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সফলতম অধিনায়ক হওয়ার পাশাপাশি আইপিএল-এও অন্যতম সফল অধিনায়ক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -