ODI World Cup 2023 : সেরার দৌড়ে বিরাট-রোহিত, শীর্ষে ডি কক, সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় কে কোথায় ?
চলতি ক্রিকেট বিশ্বযুদ্ধের মঞ্চে ৪ টি শতরান রয়েছে কুইন্টন ডি ককের (Quinton de Kock)। সর্বোচ্চ ১৭৪ রান। আফগানিস্তানের বিরুদ্ধে ৪১ রানের ইনিংস খেলেন কুইন্টন ডি কক। ৪৭ বলের ইনিংসের মাঝে জোড়া চার ও তিনটি ছক্কা হাঁকান তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচলতি বিশ্বকাপের সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় দু'নম্বরে রয়েছেন রচিন রবীন্দ্র (Rachin Ravindra)। নিউজ়িল্যান্ডের ব্যাটারের ঝুলিতে ৯ ম্যাচের শেষে ৫৬৫ রান। ৩ টি শতরান ও ২ টি অর্ধশতরান ইতিমধ্যে চলতি বিশ্বকাপে হাঁকিয়ে ফেলেছেন রচিন।
ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারের ঠিক পরেই রানের বিচারে তিন নম্বরে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। ৮ ম্যাচের শেষে কোহলি এখনও পর্যন্ত ৫৪৩ রান। চলতি বিশ্বকাপে জোড়া শতরান ও ৪ টি অর্ধশতরান রয়েছে বিরাটের।
সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় চার নম্বরে ডেভিড ওয়ার্নার (David Warner)। জোড়া শতরান ও ১ টি অর্ধশতরানের সুবাদে ৮ ম্যাচের শেষে ওয়ার্নারের ঝুলিতে ৪৪৬ রান।
দারুণ ছন্দে রয়েছেন হিটম্যানও। এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপে ভারতীয় অধিনায়ক হাঁকিয়ে ফেলেছেন ১ টি শতরান ও ২ টি অর্ধশতরান। তাঁর ঝুলিতে মোট ৪৪২ রান। তালিকায় ৫ নম্বরে তিনি।
আফগানিস্তানের বিরুদ্ধে দুরন্ত অর্ধশতরানের সুবাদে ৪৪২ রান নিয়ে ছয় নম্বরে পৌঁছে গিয়েছেন রাসি ভান ডার ডুসেন।
শ্রীলঙ্কা ম্যাচে ৪৩ রান করে ৮ ইনিংসে ৪১৮ রান ডারিল মিচেলের। রয়েছেন ৭ নম্বরে।
আটে ম্যাড ম্যাক্স। মহাকাব্যিক দ্বিশতরানের সুবাদে ৭ ইনিংসে ৩৯৭ রান করে তালিকার সাত নম্বরে গ্লেন ম্যাক্সওয়েল।
আফগানদের বিরুদ্ধে ২৫ রানের ইনিংসের সুবাদে নয়ে আইডেন মারক্রাম। ঝুলিতে মোট ৩৮২ রান।
ইব্রাহিম জ়ারদান (৩৭৬) রয়েছেন ১০ নম্বরে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -