ODI World Cup 2023 : সেরার দৌড়ে বিরাট-রোহিত, শীর্ষে ডি কক, সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় কে কোথায় ?

চলতি ক্রিকেট বিশ্বযুদ্ধের মঞ্চে ৪ টি শতরান রয়েছে কুইন্টন ডি ককের (Quinton de Kock)। সর্বোচ্চ ১৭৪ রান। আফগানিস্তানের বিরুদ্ধে ৪১ রানের ইনিংস খেলেন কুইন্টন ডি কক। ৪৭ বলের ইনিংসের মাঝে জোড়া চার ও তিনটি ছক্কা হাঁকান তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
চলতি বিশ্বকাপের সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় দু'নম্বরে রয়েছেন রচিন রবীন্দ্র (Rachin Ravindra)। নিউজ়িল্যান্ডের ব্যাটারের ঝুলিতে ৯ ম্যাচের শেষে ৫৬৫ রান। ৩ টি শতরান ও ২ টি অর্ধশতরান ইতিমধ্যে চলতি বিশ্বকাপে হাঁকিয়ে ফেলেছেন রচিন।

ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারের ঠিক পরেই রানের বিচারে তিন নম্বরে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। ৮ ম্যাচের শেষে কোহলি এখনও পর্যন্ত ৫৪৩ রান। চলতি বিশ্বকাপে জোড়া শতরান ও ৪ টি অর্ধশতরান রয়েছে বিরাটের।
সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় চার নম্বরে ডেভিড ওয়ার্নার (David Warner)। জোড়া শতরান ও ১ টি অর্ধশতরানের সুবাদে ৮ ম্যাচের শেষে ওয়ার্নারের ঝুলিতে ৪৪৬ রান।
দারুণ ছন্দে রয়েছেন হিটম্যানও। এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপে ভারতীয় অধিনায়ক হাঁকিয়ে ফেলেছেন ১ টি শতরান ও ২ টি অর্ধশতরান। তাঁর ঝুলিতে মোট ৪৪২ রান। তালিকায় ৫ নম্বরে তিনি।
আফগানিস্তানের বিরুদ্ধে দুরন্ত অর্ধশতরানের সুবাদে ৪৪২ রান নিয়ে ছয় নম্বরে পৌঁছে গিয়েছেন রাসি ভান ডার ডুসেন।
শ্রীলঙ্কা ম্যাচে ৪৩ রান করে ৮ ইনিংসে ৪১৮ রান ডারিল মিচেলের। রয়েছেন ৭ নম্বরে।
আটে ম্যাড ম্যাক্স। মহাকাব্যিক দ্বিশতরানের সুবাদে ৭ ইনিংসে ৩৯৭ রান করে তালিকার সাত নম্বরে গ্লেন ম্যাক্সওয়েল।
আফগানদের বিরুদ্ধে ২৫ রানের ইনিংসের সুবাদে নয়ে আইডেন মারক্রাম। ঝুলিতে মোট ৩৮২ রান।
ইব্রাহিম জ়ারদান (৩৭৬) রয়েছেন ১০ নম্বরে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -