Eng vs NZ, 1st Test: নিউজিল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টে দুরন্ত শতরান, ৭০ বছরের পুরনো রেকর্ড স্পর্শ করলেন ররি বার্নস
লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে সুবিধাজনক জায়গায় নিউজিল্যান্ড। ম্যাচ হয়তো ড্র হয়ে যাবে, তবে ডেভন কনওয়ে, হেনরি নিকোলসরা যে পারফরম্যান্স দেখালেন, তাতে ভারতীয় দলের কিছুটা চিন্তার কারণ রয়েছে। প্রথম ইনিংসে ২০০ রান করেন কনওয়ে। ৬১ রান করেন নিকোলস। ছবি সৌজন্যে পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইংল্যান্ডের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখান ওপেনার ররি বার্নস। তিনি ১৩২ রান করেন। নিউজিল্যান্ডের ৩৭৮ রানের জবাবে প্রথম ইনিংসে ২৭৫ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। এই ইনিংসের মাধ্যমে ৭০ বছরের পুরনো রেকর্ড স্পর্শ করেছেন বার্নস। ছবি সৌজন্যে ট্যুইটার/@TheCricketerMag
১৯৫১ সালে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের টেস্ট ম্যাচে একটি ইনিংসের শেষপর্যন্ত ক্রিজে ছিলেন দুই দলেরই ওপেনার। ৭০ বছর পরে এই ঘটনার পুনরাবৃত্তি হল। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন কনওয়ে। ইংল্যান্ডের ইনিংসেও শেষপর্যন্ত ক্রিজে ছিলেন বার্নস। ১৯৫১ সালে অ্যাডিলেডের সেই ম্যাচে দলের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার আর্থার মরিস। ইংল্যান্ডের হয়ে ১৫৬ রান করে অপরাজিত থাকেন লেন হাটন। অস্ট্রেলিয়া ২৭৪ রানে ম্যাচটি জেতে। ছবি সৌজন্যে ট্যুইটার/@HomeOfCricket
লর্ডসে চলতি ম্যাচের তৃতীয় দিন বৃষ্টির জন্য একটি বলও করা যায়নি। চতুর্থ দিন অধিনায়ক জো রুটের সঙ্গে ব্যাটিং করতে নামেন বার্নস। একসময় ১৪০ রানে ৬ উইকেট খুইয়ে বসে ইংরেজরা। তবে বার্নস শেষপর্যন্ত ক্রিজে থেকে দলকে ভদ্রস্থ স্কোরে পৌঁছে দেন। ছবি সৌজন্যে ট্যুইটার/@piersmorgan
নিউজিল্যান্ডের হয়ে ৬ উইকেট নেন টিম সাউদি। বার্নস ছাড়া ইংল্যান্ডের আর কোনও ব্যাটসম্যান বড় রান পাননি। রুট ও অলি রবিনসন ৪২ রান করেন। ছবি সৌজন্যে ট্যুইটার/@surreycricket
ইংল্যান্ডের হয়ে ভাল পারফরম্যান্স দেখালেন অলি রবিনসন। প্রথম ইনিংসে ৪২ রান করার পাশাপাশি তিনি নেন ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত ২ উইকেট নিয়েছেন রবিনসন। ছবি সৌজন্যে ট্যুইটার/https://twitter.com/ICC
আজ ম্যাচের শেষ দিন। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংকরতে নেমেছে নিউজিল্যান্ড। ছবি সৌজন্যে ট্যুইটার/https://twitter.com/ICC
১৮ জুন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হওয়ার কথা। তার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাল নিউজিল্যান্ড। ছবি সৌজন্যে ট্যুইটার/https://twitter.com/ICC
- - - - - - - - - Advertisement - - - - - - - - -