FIFA World Cup: বিশ্বকাপ ফুটবলে এর আগেও নির্বাসনের কোপ পড়েছে যে সাত দেশের ওপর
আগামী নভেম্বরে কাতারে বসতে চলেছে এবারের ফুটবল বিশ্বকাপ। ২০ নভেম্বর থেকে শুরু এবারের ফুটবল বিশ্বকাপ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএর আগে ৪ বছর আগে রাশিয়ার মাটিতে বিশ্বকাপের আসর বসেছিল। সেবার ফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স।
রাশিয়াকে এবারের বিশ্বকাপে নির্বাসিত করেছে ফিফা। কিন্তু এই প্রথম নয়। এর আগে আরও ছয়টি দেশকে বিশ্বকাপের মঞ্চে নির্বাসিত করা হয়েছিল।
১৯৪২ ও ১৯৪৬ সালের বিশ্বকাপ বাতিল হওয়ার পর ফের ১৯৫০ সালে বিশ্বকাপের আসর বসেছিল। কিন্তু সেই টুর্নামেন্টে জার্মানির অংশগ্রহণে নিষেধাজ্ঞা ছিল।
জাপানকেও ১৯৫০ সালের বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দেওয়া হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণের জন্য জার্মানি ও জাপানকে বাদ দেওয়া হয়েছিল।
১৯৭০-১৯৯০ সাল পর্যন্ত বিশ্বকাপের আসর থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল দক্ষিণ আফ্রিকা ফুটবল দলকে।
বয়স ভাঁড়িয়ে খেলানোর অভিযোগে মেক্সিকো ফুটবল দলকে ১৯৯০ বিশ্বকাপের জন্য নির্বাসিত করা হয়েছিল।
১৯৮৯ বিশ্বকাপে ব্রাজিল-চিলি ম্যাচে ঝামেলার ফলে মাঠেই ফ্লেয়ার ছোড়া হয়েছিল। মনে করা হচ্ছিল যে সেই ফ্লেয়ারের আঘাত পেয়েছেন চিলির গোলকিপার। কিন্তু তা আদৌ হয়নি। তাই পরের বিশ্বকাপে চিলিকে নির্বাসিত করা হয়। সেই গোলকিপারও সারাজীবনের জন্য নির্বাসিত করা হয়।
২০০২ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ থেকে নিজেদের সরিয়ে নেওয়ার অপরাধে ২০০৬ বিশ্বকাপ থেকে তাদের বাদ দিয়ে দেওয়া হয়।
রাশিয়ার মাটিতে গত বিশ্বকাপের আসর বসেছিল। অথচ এই রাশিয়াকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের জন্য বাতিল করা হয়েছে আসন্ন ফুটবল বিশ্বকাপ থেকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -