Lifestyle:চুলের যত্নে সঙ্গে থাকুক ঢেঁড়স!
রান্নাঘরের চেনা জিনিস। ভাজা হিসেবে অনেকের পছন্দের খাবারও। কিন্তু স্রেফ খাবার ছাড়াও ঢেঁড়সের যে আরও গুণ রয়েছে, তা কি জানা?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযেমন ধরুন চুলের পরিচর্যা। তাতেও যে দারুণ উপকারী এটি, সেটা হয়তো আমাদের মধ্য়ে অনেকেই জানেন না।
চুলের পরিচর্যায় কী ভাবে কাজে দিতে পারে ঢেঁড়স? বিশেষজ্ঞরা বলছেন, যদি এটিকে মাথায় মাখা যায় তা হলে দারুণ কন্ডিশনারের কাজ করতে পারে।
স্ক্য়ালপ-এ ব্যবহার করলেও দুরন্ত উপকার করতে পারে এটি। বিশেষত স্ক্যালপ যদি খসখসে হয়, তা হলে তা ঠিক করতে ঢেঁড়স দারুণ কার্যকরী।
ডার্মাটোলজিস্টদের কেউ কেউ মনে করেন, খুসকির সমস্যা দূর করতে ঢেঁড়স দুরন্ত কাজ করে।
চুলের গোড়ায় থাকা আরও বেশ কিছু সমস্য়া সমাধানেও যথেষ্ট ভূমিকা রয়েছে রান্নাঘরের এই অন্য়তম পরিচিত উপাদানের।
নিয়মিত ঢেঁড়স ব্যবহারে চুলের বৃদ্ধির হার বাড়ে বলেও মনে করেন অনেকে।
চুলের ঔজ্জ্বল্য বাড়ে, উসকো-খুসকো ভাব কমাতে দারুণ ময়শ্চরাইজার হিসেবেও কাজ করে এটি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -