Sania Mirza Record: গ্র্যান্ডস্লামের মঞ্চে সানিয়ার উজ্জ্বল উপস্থিতি
এ বছরই অবসর নিচ্ছেন ভারতের মহিলা টেনিস তারকা সানিয়া মির্জা। আজ অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের ডাবলসের প্রথম রাউন্ডেই হেরে বিদায় নেওয়ার পর অবসরের কথা ঘোষণা করেছেন হায়দরাবাদের টেনিস আইকন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ সানিয়া ও তাঁর ইউক্রেনের পার্টনার নাদিয়া কিশেনক এক ঘণ্টা ৩৭ মিনিটের লড়াইয়ে টামারা জিদানসেক ও কায়া হুভানের কাছে হেরে যান। সানিয়াদের বিপক্ষে ম্যাচের ফল ৪-৬, ৬-৭। এরপরেই অবসরের কথা ঘোষণা করেন টেনিস সুন্দরী।
গ্র্যান্ডস্লামের মঞ্চে সানিয়া মির্জার উজ্জ্বল উপস্থিতি দেখা গিয়েছে ৬ বার। দেখে নেওয়া যাক তা।
২০০৯ সালে অস্ট্রেলিয়াল ওপেনের মিক্সড ডাবলসে মহেশ ভূপতির সঙ্গে জুটি বেঁধে খেতাব জিতেছিলেন সানিয়া। ফরাসি জুটিকে ৬-৩, ৬-১ ব্যবধানে হারিয়ে দেন এই ভারতীয় জুটি।
২০১২ সালে ফরাসি ওপেনের মিক্সড ডাবলসেও জয় ছিনিয়ে নিয়েছিলেন সানিয়া-ভূপতি জুটি।
সেই একই বছরে ইউ এস ওপেনের মিক্সড ডাবলসেও জয় পান সানিয়া। জুটি বেঁধেছিলেন ব্রাজিলের ব্রুনো সোয়ারেশের সঙ্গে। ৬-১,২-৬,১১-৯ ব্যবধানে জয় পান।
সুইৎজারল্যান্ডের মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে টিম হিসেবে জয় ছিনিয়ে নেন ২০১৫ সালে। ৫-৭,৭-৬,৭-৫ ব্যবধানে জয় পান সানিয়ারা।
২০১৫ সালে ইউ এস ওপেনে মহিলাদের ডাবলসেও মার্টিনা-সানিয়া জুটি জয় ছিনিয়ে নেন। ৬-৩,৬-৩ ব্যবধানে জয় পান সানিয়ারা।
২০১৬ সালে মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে ডাবলসে নিজের তৃতীয় গ্র্যান্ডস্লাম জেতেন সানিয়া। অস্ট্রেলিয়ান ওপেনের ডাবলসে জয় পান তাঁরা।
ভারতের এই টেনিস সুন্দরী পাকিস্তানের তারকা অলরাউন্ডার শোয়েব মালিকের স্ত্রী। ২০১০ সালে বিয়ে হয় তাঁদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -