ইংল্যান্ডে ভারতের প্রথম টেস্ট জয়ের ৫১ বছর পূর্তি, ফিরে দেখা বিলেতের মাটিতে সেরা জয়গুলি
৫১ বছর আগে আজকের দিনেই ওভালে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ জিতে প্রথমবার ইংল্যান্ডে সিরিজ জেতে অজিত ওয়াদেকারের নেতৃত্বাধীন ভারতীয় দল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে লর্ডসে ভারতকে প্রথম ম্যাচ জিততে জিততে ওই সিরিজ জয়ের পরেও ১৫ বছর লেগে যায়।
কপিল দেবের দুই ইনিংস মিলিয়ে পাঁচ উইকেট ও ২৩ রানের সুবাদে লর্ডসে প্রথম টেস্ট জেতে ভারত। তিন ম্যাচের এই সিরিজে দুই ম্যাচ জিতে সিরিজও জিতে নেয় ভারত।
২০০২ সালে ভারত সিরিজ না জিতলেও লিডসে ভারতীয় দলের ৬০০-র অধিক রান তোলা স্মরণীয় হয়ে রয়েছে। সৌরভ, সচিন ও দ্রাবিড়ের শতরান এবং কুম্বলে, হরভজনের বোলিংয়ে ইনিংসে ম্যাচ জেতে ভারত।
নটিংহ্যামে সচিনের ৯১, সৌরভের ৭৯ এবং লক্ষ্মণের ৫৪ রানের পাশাপাশি জাহির খানের চার উইকেটে ভর করে ভারত নটিংহ্যামে ২০০৭ সালে ম্যাচ জেতে।
গোটা সিরিজেই দুরন্ত পারফর্ম করেছিলেন দীনেশ কার্তিক। রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন এই দল সিরিজও জিতে নেয়।
২০১৬ সালে ইংল্যান্ডে ভারত দুরমশু হলে, লর্ডসের সবুজ গালিচায় রাহানের অবিস্মরণীয় ১০৩ রানের ইনিংসের পাশাপাশি ইশান্তের সাত উইকেটে ভর করে ভারত ম্যাচ জেতে।
গত বছর লর্ডসে আবারও ইংল্য়ান্ডকে পরাজিত করে ভারত। সৌজন্য প্রথম ইনিংসে কেএল রাহুলের ১২৯ রান এবং দ্বিতীয় ইনিংসে শামি-বুমরার ৮৯ রানের পার্টনারশিপ।
পরে অভাবনীয়ভাবে ১২০ রানে ইংল্যান্ডকে গুটিয়ে দিয়ে ম্যাচও জেতে ভারতই, দুই ইনিংসে চারটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ।
ওই সিরিজেই ওভালে বর্তমান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার শতরান ও ব্যাটে-বলে 'লর্ড' শার্দুলের দৌরাত্ম্যে ম্যাচ জেতে ভারত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -