Kohli Anushka Pics: কোহলি দম্পতির এই ছবিগুলি এতদিন প্রকাশ্যে আসেনি, শেয়ার করলেন বিরাটের দিদি
সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত হয়ে উঠেছেন বিরাট কোহলির দিদি ভাবনা কোহলি ধিঙ্গরা। কারণ, তিনি সোশ্যাল মিডিয়ায় বিরাট ও অনুষ্কার এমন কয়েকটি ছবি শেয়ার করেছেন, যা এতদিন কেউ দেখেনি। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম / Bhawna Kohli
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভাবনার ভেরিফায়েড অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। কারণ অবশ্যই বিরাট-অনুষ্কার অদেখা ছবি। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম / Bhawna Kohli
বিরাট-অনুষ্কার বিয়ের কিছু ছবি শেয়ার করেছেন ভাবনা। সেই ছবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আছেন। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম / Bhawna Kohli
পরিবারকে বিরাট কতটা গুরুত্ব দেন, সেটা এই ছবি থেকেই স্পষ্ট। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম / Bhawna Kohli
এনগজেমেন্টের অনুষ্ঠানে বিশেষ মুহূর্তে বিরাট-অনুষ্কার সঙ্গে ভাবনা। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম / Bhawna Kohli
বিরাট-অনুষ্কার মেয়ে ভামিকার ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ভাবনা। এই ছবিটি অবশ্য এর আগে শেয়ার করেছিলেন অনুষ্কা। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম / Bhawna Kohli
এটি বিরাট-অনুষ্কার বিয়ের মেহেন্দি অনুষ্ঠানের ছবি। সৌজন্যে ইনস্টাগ্রাম / Bhawna Kohli
একটি অনুষ্ঠানে শিশুদের মাঝে অনুষ্কা। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম / Bhawna Kohli
বিরাট-অনুষ্কার বিয়েতে পরিবারের সবার সঙ্গে প্রধানমন্ত্রী। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম / Bhawna Kohli
- - - - - - - - - Advertisement - - - - - - - - -