IND vs AUS Final: আমদাবাদে তুঙ্গে উন্মাদনা! তেরঙ্গা-পোস্টার হাতে স্টেডিয়ামের সামনে 'নীল সমুদ্র'
আর কিছুক্ষণের মধ্যেই শুরু ভারত ও অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ফাইনাল (IND vs AUS)। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের (Narendra Modi Stadium) বাইরে সকাল থেকে উৎসাহী জনতার ভিড়। দুপুর থেকে ম্যাচ শুরু। তার আগেই ভিড় জমাচ্ছেন দর্শকরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাঁশি বাজিয়ে, ঢাক পিটিয়ে উদযাপন। ভারতের জন্য গলা ফাটাচ্ছেন সমর্থকরা। বাঁশির আওয়াজের কান পাতা দায় স্টেডিয়ামের বাইরে।
হাতে পতাকা, পোস্টার নিয়ে ভিড় ক্রিকেটপ্রেমীদের। বিরাট-রোহিতের নামে পোস্টার নিয়ে উন্মাদনা। তিন নম্বর বিশ্বকাপ জয়ের জন্য মুখিয়ে গোটা দেশ
জাতীয় পতাকা হাতে ভিড় ভারতীয় ক্রিকেট দলের সমর্থকদের। কারও মাথায় তেরঙ্গা পাগড়ি, কারও গালে আঁকা তেরঙ্গা। মুখে অনবরত স্লোগান। উত্তেজনায় ফুটছে গোটা দেশ, আর তার ভরকেন্দ্র আমদাবাদ।
হাইভোল্টেজ বিশ্বকাপ ফাইনাল (ODI World Cup 2023 Final)। ম্যাচ দেখবেন অসংখ্য দর্শক। দর্শকদের তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অস্ট্রেলিয়ার উপ প্রধানমন্ত্রী-সহ বলিউড ও বাণিজ্য জগতের নক্ষত্ররা। তাই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা স্টেডিয়াম ও লাগোয়া চত্বর।
আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বাইরে যেন 'নীল সমুদ্র'। ভারতীয় ক্রিকেট দলের জার্সি পড়ে ভিড় জমাচ্ছেন দর্শকরা।
ভিড় এতটাই যে কার্যত মিছিল করে আসছেন ভারতীয় ক্রিকেট দলের সমর্থকরা। সকাল থেকেই একই ছবি।
২০ বছর পরে ফের ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া (IND vs AUS Final)। ম্যাচ ঘিরে প্রস্তুতি তুঙ্গে।
আজ বিকেলে আমদাবাদে পৌঁছবেন প্রধানমন্ত্রী। স্টেডিয়ামে বসে ম্যাচ দেখবেন অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী। আমদাবাদে পৌঁছে গেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
সারা দেশ থেকে বিপুল সংখ্যক সমর্থক আগেই পৌঁছে গিয়েছেন আমদাবাদে। আরও দর্শক ক্রমশ যাচ্ছেন স্টেডিয়ামে। ফাইনাল উপলক্ষে দিল্লি থেকে আমদাবাদ বিশেষ ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -