IND vs AUS: ব্যাগি গ্রিনদের বিরুদ্ধে কেমন পারফরম্যান্স ছিল টিম রোহিতের, কী বলছে রিপোর্ট কার্ড?
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন। অক্ষর পটেল মোট ৩ ম্যাচে ৮ উইকেট তুলে নিয়েছিলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযশপ্রীত বুমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ২ টো টি-টোয়েন্টি ম্যাচে সুযোগ পেয়েছিলেন। কিন্তু নিজের ফর্মের খুব একটা ধারেকাছে দেখা যায়নি তাঁকে। দ্বিতীয় ম্যাচে ১ উইকেট পেলেও, তৃতীয় ম্যাচে ৫০ রান খরচ করেও কোনও উইকেট পাননি।
চোট সারিয়ে ফেরার পর হর্ষল পটেলের পারফরম্যান্সও ছিল একেবারেই নির্বিষ। ৩ ম্যাচে ৯৯ রান খরচ করেন তিনি।
ব্যাট হাতে হার্দিক পাণ্ড্য জ্বলে উঠেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে। ৩ ম্যাচে ১০৫ রান করেছিলেন।
রোহিত শর্মা ৩ ম্যাচে ৭৪ রান করেছেন ৩৭ গড় রেখে। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে ২০ বলে অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলেন।
৩ ম্যাচে ৭৬ রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। গড় ২৫। শেষ ম্যাচে ৪৮ বলে অপরাজিত ৬৩ রানের ইনিংস খেলেন তিনি।
২ ম্যাচে ৯১ রান খরচ করেছেন অভিজ্ঞ ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার। ইকনমি রেট ছিল মাত্র ১৩। বিশ্বকাপের আগে ভুবির ফর্ম চিন্তা বাড়াবে ভারতীয় শিবিরে।
দীনেশ কার্তিক স্লগ ওভারে ভারতের ব্যাটিংয়ের মূল ভরসা। দ্বিতীয় ম্যাচে খেলতে নেমে নিজের প্রথম ২ বলে ১০ রান তুলে ম্যাচ জিতিয়ে দেন কার্তিক।
কে এল রাহুল ভারতের ওপেনিং ব্যাটার। রোহিতের সঙ্গী। প্রথম ম্যাচেই ৩৫ বলে ৫৫ রানের ইনিংস খেলেছিলেন।
টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভারতীয় ক্রিকেট দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার। প্রথম ম্যাচে ৪৬ ও তৃতীয় ম্যাচে ৬৯ রানের ইনিংস খেলেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -