IND vs BAN: ব্যর্থ রাহুল, বিরাট, পূজারা, শ্রেয়সের হাফ সেঞ্চুরিতে এগােচ্ছে ভারত
শুরু হয়ে গেল ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রথম দিনের শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ৬ উইকেট হারিয়ে ২৭৮। সর্বােচ্চ ৯০ রানের ইনিংস খেলেন চেতেশ্বর পূজারা।
পূজারাকে যোগ্য সঙ্গ দিলেন শ্রেয়স আইয়ার। তিনিও এদিনের ম্যাচে অর্ধশতরান হাঁকান।
যদিও রান পাননি বিরাট কোহলি। তিনি মাত্র ১ রান করে ফেরেন। ঋষভ পন্থ ৪৬ রানের ইনিংস খেলেন। এরপরই দলকে টানেন পূজারা-শ্রেয়স।
পন্থ ফিরে গেলে শ্রেয়স আইয়ারকে সঙ্গে নিয়ে জুটি বাঁধেন পূজারা। ১১২/৪ থেকে ২ জনে মিলে দলকে টানা শুরু করেন। দলের স্কোর যখন ২৬১, তখন পূজারা আউট হন।
পন্থ ফিরে গেলে শ্রেয়স আইয়ারকে সঙ্গে নিয়ে জুটি বাঁধেন পূজারা। ১১২/৪ থেকে ২ জনে মিলে দলকে টানা শুরু করেন। দলের স্কোর যখন ২৬১, তখন পূজারা আউট হন।
৪৫ বলে ৪৬ রানের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান পন্থ। রাহুল ২২ ও গিল ২০ রান করেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -