Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Jasprit Bumrah: টেস্টে ভারতের ৩৬তম অধিনায়ক বুমরা, ভাঙছে ৩৫ বছরের রেকর্ড
১৯৮৩ সালে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক কপিল দেব শেষবার পেসার হিসেবে জাতীয় দলের অধিনায়কত্ব সামলেছিলেন। সেই ১৯৮৭ সালে শেষবার ক্যাপ্টেন হিসেবে জাতীয় দলের দায়িত্ব সামলেছিলেন কপিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকপিলের ৩৫ বছর পর দ্বিতীয় কোনও ভারতীয় পেসার হিসেবে জাতীয় দলকে নেতৃত্ব দেবেন যশপ্রীত বুমরা।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনি ভারতের ৩৬তম অধিনায়ক হবেন।
১৯৩২ থেকে ১৯৩৪ সাল পর্যন্ত টেস্টে ভারতের প্রথম অধিনায়ক ছিলেন সি কে নায়ডু।
ইংল্যান্ডের মাটিতে টেস্টে দুরন্ত রেকর্ড বুমরার। ৮ ম্যাচে পেয়েছেন ৩২ উইকেট।
ইংল্যান্ডের মাটিতে ২বার ইনিংসে পাঁচ উইকেট করে পেয়েছেন আমদাবাদের ডানহাতি পেসার।
ছেলের মুকুটে যোগ হয়েছে নতুন পালক। ভারতের টেস্ট দলের অধিনায়ক করা হয়েছে যশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah)। এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে শুক্রবার থেকে শুরু হতে চলা টেস্টে ভারতের ব্লেজার পরে বেন স্টোকসের সঙ্গে টস করতে যাবেন আমদাবাদের ডানহাতি পেসার। যে খবর পেয়ে উচ্ছ্বসিত বুমরার মা দলজিৎ (Daljit)।
করোনামুক্ত না হওয়ায় এজবাস্টনে খেলতে পারবেন না রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর পরিবর্তে টিম ইন্ডিয়াকে (Team India) নেতৃত্ব দেবেন বুমরা।
বুমরার স্ত্রী সঞ্জনা গণেশন (Sanjana Ganeshan), যিনি কর্মসূত্রে ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-র সঙ্গেও যুক্ত, বলেছেন, 'মা ভীষণ উত্তেজিত। উনি সব সময়ই চান বুমরা মাঠে সফল হোক। ক্রিকেটকে দারুণ ভালবাসেন। বুমরার পুরো ক্রিকেট সফরটা দেখেছেন। আজ যে জায়গায় রয়েছে বুমরা, সেটা ভীষণ ভালবাসেন মা। তাই বুমরার টেস্ট দলের অধিনায়ক হওয়ার খবর পেয়ে আহ্লাদিত মা।'
সঞ্জনা যোগ করেছেন, 'বুমরার জন্য মায়ের কয়েকশো পরামর্শ রয়েছে। উনি নিজে কোনওদিনও ক্রিকেট না খেলা সত্ত্বেও। যে কোনও মায়ের মতোই উনি বলে দিয়েছেন, কীভাবে চিন্তাভাবনা করা উচিত বা কীভাবে এগনো উচিত। মা ভীষণ গর্বিত।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -