Ind vs Ire, 1st T20I: প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয়, সিরিজে এগোল ভারত
ভারত বনাম আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু হয়ে গেল। গ্যালারিতে ভারতীয় দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মত। (সব ছবি ভারতীয় দলের ইনস্টাগ্রাম)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appডাবলিনে হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছিল ভারত। প্রথম ম্যাচেই জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া।
প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করেন যুজবেন্দ্র চাহাল। ৩ ওভারে ১১ রান দিয়ে ১ উইকেট তুলে নেন তিনি। ম্যাচের সেরাও হয়েছেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হল উমরান মালিকের। ভুবনেশ্বর কুমারের হাত থেকে ন্যাশনাল ক্যাপ নিলেন জম্মু কাশ্মীরের এই তরুণ।
বৃষ্টিবিঘ্নিত প্রথম টি২০-তে কমে দাঁড়ানো ১২ ওভারের ম্যাচে ২.৪ ওভার বাকি থাকতেই সহজেই ৭ উইকেটে ম্যাচ জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতীয় টি২০ দল।
হ্যারি টেকটরের (৬৪*) কেরিয়ার সেরা ইনিংসের মাঝেও যুযবেন্দ্র চাহালদের দাপটে ১২ ওভারে ৪ উইকেটে ১০৮ রানে থামে আয়ারল্যান্ড।
ভারতীয় বোলারদের মধ্যে হার্দিক পাণ্ড্য, ভুবনেশ্বর কুমার ও আবেশ খান একটি করে উইকেট পান।
জবাবে ব্যাট করতে নেমে ইশান কিষাণ ও দীপক হুডা ঝোড়ো শুরু করেন। কিপার-ব্যাটসম্যান ইশান ফিরলেও ওপেন করতে নেমে দলকে ভরসা দেওয়া অপরজািত ৪৭ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন হুডা।
১১ বলে ৩ টি চার ও ২ টি ছক্কায় ২৬ রান করার পর ইশান কিষাণ ফিরে গেলেও দলকে টানতে থাকেন দীপক হুডা।
হার্দিকের নেতৃত্বে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে ২২ গজে খেলতে নামল ভারতীয় দল। মঙ্গলবার ভারতীয় সময় রাত ৯টা থেকে সিরিজের দ্বিতীয় ম্যাচ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -