IND vs NZ Hockey WC 2023: হাড্ডাহাড্ডি লড়াই শেষে শ্যুট আউটে হার, ভারতের বিশ্বকাপ অভিযান শেষ
প্রথম কোয়ার্টারে ভারত ও নিউজিল্যান্ড, দুই দলের কেউই গোলের খুব বড় সুযোগ তৈরি করতে পারেনি। গোলশূন্য শেষ হয় কোয়ার্টার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদ্বিতীয় কোয়ার্টারে প্রতিআক্রমণ থেকে দুরন্ত গোলে ভারতকে ম্যাচে এগিয়ে দেন ললিত কুমার।
এক গোলে এগিয়ে গিয়েও আক্রমণ থামায়নি ভারত। সুখজিৎ-র গোলে ব্যবধান দ্বিগুণ করেন টিম ইন্ডিয়া।
তবে স্যাম লেন দ্বিতীয় কোয়ার্টার শেষ হওয়ার আগেই নিউজিল্য়ান্ডের হয়ে গোল করে ব্যবধান কমান।
দ্বিতীয় কোয়ার্টারের মতো তৃতীয় কোয়ার্টারেও দুই দলই আক্রমণাত্মক খেলা চালিয়ে যান। পেনাল্টি কর্নার থেকেই ফের একবার গোল পেয়ে যায় ভারত।
হরমনপ্রীতের শট থেকে গোল না হলেও, ফিরতি বলে জোরাল শটে ভারতকে ৩-১ এগিয়ে দেন বরুণ।
তবে কোয়ার্টার শেষ হওয়ার আগেই ম্যাচে নিজেদের প্রথম পেনাল্টি কর্নার থেকে গোল পায় নিউজিল্যান্ড। কেন রাসেল কিউয়িদের হয়ে স্কোর ৩-২ করেন।
চতুর্থ কোয়ার্টারে ফের আরেক পেনাল্টি কর্নার থেকে নিউজিল্যান্ডকে ম্যাচে সমতায় ফেরান সন ফিন্ডলে। ৩-৩ ম্য়াচ শেষ হওয়ায় খেলা গড়ায় শ্যুট আউটে।
ভারত পিছিয়ে পড়লেও পেনাল্টি শ্যুট আউটে দারুণ সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন শ্রীজেশ। অবশ্য সেভ করতে গিয়ে তিনি আহত হয়ে যান।
শেষমেশ ৫-৪ স্কোরলাইনে শ্যুট আউট জিতে নেয় নিউজিল্যান্ড। বিশ্বকাপ থেকেই ছিটকে গেল টিম ইন্ডিয়া।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -