Ind vs SA: ১১ বছর পর জুটিতে সেঞ্চুরি, সহবাগ-গম্ভীরের তালিকায় ময়ঙ্ক-রাহুল
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম টেস্টে দুরন্ত সেঞ্চুরি করলেন কে এল রাহুল (KL Rahul)। টেস্ট কেরিয়ারে যা তাঁর সপ্তম সেঞ্চুরি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসবচেয়ে তাৎপর্যপূর্ণ হচ্ছে, রাহুলের সাত সেঞ্চুরির মধ্যে ছটি এল বিদেশের মাটিতে। যা প্রমাণ করে যে, তিনি বিদেশের মাটিতেও ব্যাট হাতে সাবলীল।
রবিবার ময়ঙ্ক অগ্রবাল (Mayank Agarwal) ও রাহুল মিলে ওপেনিং জুটিতে ১১৭ রান যোগ করেন। যা দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতীয় ওপেনিং জুটি হিসাবে তৃতীয় সেঞ্চুরি পার্টনারশিপ।
২০০৭ সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইনিংস ওপেন করতে নেমে ওয়াসিম জাফর ও দীনেশ কার্তিক ১৫৩ রান তুলেছিলেন।
২০১০ সালে গৌতম গম্ভীর ও বীরেন্দ্র সহবাগ এই সেঞ্চুরিয়নেই ওপেনিং জুটিতে তুলেছিলেন ১৩৭ রান।
তার ১১ বছর পরে ফের রাহুল-ময়ঙ্কের (৬০ রান) হাত ধরে দক্ষিণ আফ্রিকার মাটিতে ওপেনিং জুটিতে এল সেঞ্চুরি পার্টনারশিপ।
প্রথম দিনের শেষে ভারতের স্কোর ২৭২/৩। ২৪৮ বলে ১২২ রান করে ক্রিজে রয়েছেন রাহুল
তাঁর ইনিংসে রয়েছে ১৭টি চার ও একটি ছক্কা।
সারাদিনে ভারতের তিনটিমাত্র উইকেট পড়েছে। আর সেই তিনটিই জমা পড়েছে লুনগি এনগিডির ঝুলিতে। ১৭ ওভার বল করে ৪টি মেডেন-সহ মাত্র ৪৫ রান দিয়ে তুলে নিয়েছেন ময়ঙ্ক অগ্রবাল (Mayank Agarwal), চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) ও বিরাট কোহিলর (Virat Kohli) উইকেট। ছবি - বিসিসিআই, সিএসএ
- - - - - - - - - Advertisement - - - - - - - - -