Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs SA: ম্যান্ডেলার দেশে ইতিহাস রোহিত শর্মাদের, রইল রঙিন রেকর্ডবুকের ছবি
মাত্র ৬৪২ বলে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচের ফয়সালা হয়ে গেল কেপ টাউনে। শুধু বলের হিসাবে এটাই সবচেয়ে দ্রুত শেষ হওয়া কোনও ম্যাচ। ১৯৩২ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ শেষ হয়েছিল ৬৫৬ বলে। সেটাই সবচেয়ে দ্রুত ফয়সালা হওয়া কোনও টেস্ট ছিল। সেই রেকর্ড ভেঙে গেল কেপ টাউনে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিউল্যান্ডসে ৭ উইকেটে জিতেছে ভারত। কেপ টাউনে এটাই ভারতের প্রথম টেস্ট ম্যাচ জয়। আগের ছয় ম্যাচে যা পারেনি টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার মাটিতে পরে ব্যাট করে এটা ভারতের প্রথম টেস্ট জয়। এর আগে দক্ষিণ আফ্রিকায় চারটি টেস্ট ম্যাচ জিতেছিল ভারত। সবগুলিতেই প্রথমে ব্যাট করেছিল।
এই নিয়ে দ্বিতীয় বার ভারত কোনও টেস্ট ম্যাচ জিতল যেখানে তাদের কোনও ব্যাটার পঞ্চাশ রান করেনি। কেপ টাউনে সর্বোচ্চ ৪৬ রান করেছেন বিরাট কোহলি। এর আগে ২০১৫ সালে নাগপুরে দক্ষিণ আফ্রিকাকে ১২৪ রানে হারিয়েছিল ভারত। সেই ম্যাচে সর্বোচ্চ ৪০ রান করেছিলেন মুরলী বিজয়।
এই নিয়ে নিউল্যান্ডসে চারটি টেস্ট ম্যাচ শেষ হল দু'দিনের মধ্যে। এর আগে আরও তিনটি টেস্ট ম্যাচে - ১৮৮৯ এবং ১৮৯৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে এবং ২০০৫ সালে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচ শেষ হয়েছিল দু'দিনের ভেতর।
এশিয়ার বাইরে এ নিয়ে ২৮ টেস্টে ৮ বার পাঁচ বা তার বেশি উইকেট পেলেন যশপ্রীত বুমরা। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে যুগ্মভাবে দ্বিতীয় বোলার হিসাবে। এশিয়ার বাইরে কপিল দেবের ৯ বার পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার নজির রয়েছে।
টেস্টে বুমরা ৯ বার পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন। যার মধ্যে তিনবার দক্ষিণ আফ্রিকার মাটিতে। জাভাগাল শ্রীনাথের সঙ্গে যুগ্মভাবে এই নজির গড়লেন বুমরা।
একটা টেস্ট ম্যাচে দুজন ভারতীয় পেসার ৬ বা তার বেশি উইকেট নিচ্ছেন, এরকম ঘটনা ঘটল দ্বিতীয়বার। কেপ টাউনে প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ, দ্বিতীয় ইনিংসে ৬ শিকার বুমরার। ২০১৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ভুবনেশ্বর কুমার ও ইশান্ত শর্মাও এই কীর্তি গড়েছিলেন।
৬০.২৩ - দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টের দ্বিতীয় ইনিংসে এইডেন মারক্রামের ব্যাটিং গড়। দক্ষিণ আফ্রিকার জার্সিতে এটাই সেরা।
১২। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে যে রান করেছিলেন ডিন এলগার। মারক্রামের ১০৬ রানের পর এটাই দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস। কোনও ইনিংসে একজন ব্যাটার সেঞ্চুরি করেছেন, এরকম টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রানের নিরিখে এটাই সর্বনিম্ন।
মারক্রামই হলেন একমাত্র ব্যাটার যিনি টেস্টের এক ইনিংসে সেঞ্চুরি করেছেন যেখানে অন্য কোনও সতীর্থ দুই ইনিংসে ২০ রানও তুলতে পারেননি। - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -