Ind vs WI, ODI Series: ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে সিরিজে সবচেয়ে সফল ব্যাটার বিরাট, তালিকায় আর কে আছেন?
ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩৯ ম্যাচে ৭২ গড়ে ২২৩৫ রান করেছেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ৯টি সেঞ্চুরি করেছেন কোহলি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ৯টি সেঞ্চুরি করেছেন কোহলি। আসন্ন সিরিজেও তাঁর ব্যাটের দিকে তাকিয়ে থাকবে সবাই।
এই তালিকায় দুই নম্বরে রয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সচিন ৩৯টি ম্যাচ খেলেছেন। এতে তিনি ৫২.৪৩ গড়ে ১৫৭৩ রান করেছেন।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আসন্ন সিরিজে তাঁর অধিনায়কত্বেই খেলবে ভারত।
রোহিত শর্মা। রোহিত শর্মা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩৩ ওয়ানডেতে ৬০.৯২ গড়ে ১৫২৩ রান করেছেন।
তালিকায় চুতুর্থ স্থানে ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইন্স। তিনি ৩৬ ম্য়াচে ৪২.৪০ গড়ে ভারতের বিরুদ্ধে ১৩৫৭ রান করেছেন।
তালিকায় পঞ্চম স্থানে রাহুল দ্রাবিড়। তিনি ক্য়ারিবিয়ানদের বিরুদ্ধে ৪০ ওয়ান ডে ম্যাচে ৪২.১২ গড়ে ১৩৪৮ রান করেছেন।
৩১ ম্যাচে ৩২.৫৩ গড়ে ১৩৩৪ রান করেছেন ক্রিস গেল ভারতের বিরুদ্ধে ওয়ান ডে ফর্ম্য়াটে। তিনি তালিকায় রয়েছেন।
তালিকায় সপ্তম স্থানে শিভনারায়ণ চন্দ্রপল। তিনি ভারতের বিরুদ্ধে ৪৬ ম্যাচে ৩৫.৬৪ গড়ে ১৩১৯ রান করেছেন।
দুই দেশের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় ওয়েস্ট ইন্ডিজের রামনারেশ সারওয়ান রয়েছেন অষ্টম স্থানে। সারওয়ান ৩১ ম্যাচে ৫৮.৯০ গড়ে ১২৯৬ রান করেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -