IND vs WI: প্রথমবার একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ ভারতের
আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের তৃতীয় ম্যাচ ৯৬ রানে জিতে নিল ভারতীয় দল। এর আগে এই সিরিজের প্রথম দুই ম্যাচেও জয় পেয়েছিল ভারত। ফলে সিরিজ ভারতের পক্ষে ৩-০।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই প্রথম একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল ভারতীয় দল। অধিনায়ক হিসেবে অসাধারণ নজির গড়লেন রোহিত শর্মা।
আজ টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৫০ ওভারে ১০ উইকেটে ২৬৫ রান করে ভারতীয় দল। জবাবে ৩৭.১ ওভারে মাত্র ১৬৯ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
ভারতের হয়ে আজ অসাধারণ ব্যাটিং করেন শ্রেয়স আইয়ার। তিনি করেন ৮০ রান। ঋষভ পন্থ করেন ৫৬ রান। দীপক চাহার ৩৮, ওয়াশিংটন সুন্দর ৩৩ রান করেন।
ভারতের হয়ে ভাল বোলিং করেন মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, কুলদীপ যাদব, দীপক চাহার। তিনটি করে উইকেট নেন সিরাজ ও কৃষ্ণ। জোড়া উইকেট নেন কুলদীপ ও চাহার।
ভারতীয় দলের পারফরম্যান্সের প্রশংসা করেছেন কিংবদন্তি সুনীল গাওস্কর। তিনি আলাদা করে রোহিত শর্মার অধিনায়কত্ব ও দীপক চাহারের অলরাউন্ড পারফরম্যান্সের প্রশংসা করেছেন।
প্রাক্তন অলরাউন্ডার ইরফান পঠানও ভারতীয় দলের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। তিনিও রোহিত শর্মার অধিনায়কত্বের প্রশংসা করেছেন।
এবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। এই তিনটি ম্যাচই হবে ইডেনে।
১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি-২০ সিরিজ। পরের ম্যাচগুলি ১৮ ও ২০ তারিখ।
ইডেনে দর্শকশূন্য মাঠেই হবে টি-২০ সিরিজ। দর্শক প্রবেশের অনুমতি চেয়েছিল সিএবি, কিন্তু সেই অনুরোধে সাড়া দেয়নি বিসিসিআই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -