IND vs ZIM, 2nd ODI: প্রথম ম্যাচে দাপুটে জয়ের পরে কি দ্বিতীয় ওয়ান ডেতে একাদশে বদল ঘটাবে টিম ইন্ডিয়া?
প্রথম ওয়ান ডের আগে গিলের ওপেন করা নিয়ে সংশয় থাকলেও, অপরাজিত ৮২ রান করার পরে শুভমন গিলকে বাদ দেওয়া বা ওপেন না করানোর প্রশ্নই উঠে না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাঁর সঙ্গে ওপেনিংয়ে শিখর ধবনই বজায় থাকবেন। শিথরও প্রথম ম্যাচে অপরাজিত ৮১ রান করেন।
গত ম্যাচে ব্যাটিং পাননি। অধিনায়ক কেএল রাহুল এই ম্যাচে ম্যাচ প্র্যাক্টিস পাওয়ার আশায় থাকবেন।
কিপার হিসাবে দলে সঞ্জু স্যামসনের জায়গা পাকা।
দীপক হুডাকেও না খেলানোর কোনও কারণ নেই।
ঈশান কিষাণকেও ফের একবার সুযোগ দেওয়া হবে এই ওয়ান ডেতে। তিন মিডল অর্ডারেই সুযোগ পেলে ব্যাটে নামবেন।
অক্ষর পটেল গত ম্যাচে বল হাতে তেমন সাফল্য না পেলেও, তাঁকে আরেকটি ম্যাচ পরখ করে দেখা হবে।
ছয় মাস পরে মাঠে নেমেই প্রথম ওয়ান ডেতে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হওয়া দীপক চাহারের দলে জায়গা পাকা।
কুলদীপ যাদব দলের বোলিং আক্রমণে বৈচিত্র আনেন, দ্বিতীয় ওয়ান ডেতে তাঁর খেলার সম্ভাবনা প্রবল।
প্রসিদ্ধ কৃষ্ণ প্রথম ম্যাচেও উইকেট পেয়েছেন, এই ম্যাচেও তাঁর কাছ থেকে একইরকম প্রত্যাশা থাকবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের।
মহম্মদ সিরাজ আগের ম্যাচে ভাল পারফর্ম করেননি, তাঁর জায়গায় আবেশ খানকে খেলানোর সুযোগ থাকলেও এই ম্যাচে সম্ভবত সিরাজই খেলবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -