IND vs ZIM 2nd ODI: বলে শার্দুল, ব্যাটে সঞ্জু, দাপুটে জয়ে সিরিজ পকেটে পুরল ভারত
গত ম্যাচের মতো এই ম্যাচেও ভারতীয় অধিনায়ক কেএল রাহুল টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজিম্বাবোয়ে শুরুটা একটু দেখেশুনে করলেও ২০ রানে কাইতানোকে ফিরিয়ে প্রথম ধাক্কা দেন মহম্মদ সিরাজ।
শার্দুল ঠাকুর এরপর একই ওভারে দুই উইকেট নিয়ে জিম্বাবোয়েকে আরও ব্যাকফুটে ঠেলে দেন।
সিকন্দর রাজা এই ম্যাচেও ব্যর্থ, ১৬ রানে কুলদীপ যাদবের বলে আউট হন তিনি।
শেষের দিকে রায়ান বার্লের অপরাজিত ৩৯ রানের সুবাদে ১৫০-র গণ্ডি পার করলেও ১৬১ রানে থেমে যায় জিম্বাবোয়ে ইনিংস।
ভারতের হয়ে ম্যাচে সর্বাধিক তিনটি উইকেট নেন শার্দুল ঠাকুর।
আজ ধবনের সঙ্গে গিল নন, বরং ম্যাচ প্র্যাক্টিসের জন্। রাহুল ওপেন করতে নামেন। তনে মাত্র ১ রানেই এলবিডব্লু হয়ে সাজঘরে ফেরেন তিনি।
গত ম্যাচের দুই নায়ক শিখর ধবন ও গিল উভয়েই শুরুটা ভাল করেও বড় রান করতে ব্যর্থ হন। ৩৩ রান করে আউট হয়ে যান দুইজনেই।
লুক জংওয়ে দুই উইকেট নিয়ে মাঝে ভারতকে একটু চাপে ফেলেছিলেন বটে। ৯৭ রানে চার উইকেট হারিয়ে ফেলেছিল টিম ইন্ডিয়া।
তবে সঞ্জু স্যামসনের অপরাজিত ৩৯ বলে ৪৩ রানের সুবাদে পাঁচ উইকেটে ম্যাচ ও সিরিজ জেতে ভারত। চাপে মাথা ঠান্ডা রেখে দলকে জেতানোয় ম্যাচ সেরা হন সঞ্জু।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -