India 75: স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তিতে ফিরে দেখা ভারতীয় ক্রীড়া জগতের সেরা মুহূর্তগুলো
স্বাধীনতার পর ১৯৪৮ লন্ডন অলিম্পিক্সে হকিতে পদক এসেছিল। ১৯৫২ হেলসিঙ্কি অলিম্পিক্সে কুস্তিতে ব্রোঞ্জ জেতেন খাসাবা দাদাসাহেব যাদব।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৯৮৩ সালে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ জেতে ভারত। কপিলদেবের নেতৃত্ব সেবার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ট্রফি জিতে নেয় টিম ইন্ডিয়া।
১৯৯০ সালে আটালান্টা অলিম্পিক্সে পুরুষদের টেনিসে ব্রোঞ্জ জেতেন বঙ্গসন্তান লিয়েন্ডার পেজ।
২০০০ সালে সিডনি অলিম্পিক্সে মহিলাদের ৬৯ কেজি বিভাগে ভারোত্তোলনে ব্রোঞ্জ জেতেন কর্নম মালেশ্বরী।
২০০৪ এথেন্স অলিম্পিক্সে শুটিংয়ে রুপো জেতেন ভারতের রাজবর্ধন রাঠোর।
২০০৮ বেজিং অলিম্পিক্সে শুটিংয়ে সোনা জেতেন অভিনব বিন্দ্রা। দেশের স্বাধীনতার পর এই প্রথমবার ভারতের সোনা জয় অলিম্পিক্সের মঞ্চে।
বক্সিংয়ে রুপো জেতেন বিজেন্দ্র সিংহ। ২০০৮ বেজিং অলিম্পিক্সে পদক জেতেন বিজেন্দ্র।
বেজিং অলিম্পিক্সে কুস্তিতেও পদক জেতে ভারত। দেশের হয়ে সুশীল কুমার ব্রোঞ্জ জেতেন।
২০১০ দিল্লি কমনওয়েলথ গেমসে ভারত সবচেয়ে বেশি সাফল্য পায়। ৩৮টি সোনা সহ মোট ১০১টি পদক ঝুলিতে পুরে নেয় ভারত।
২০২০ টোকিও অলিম্পিক্সে সোনা জেতেন নীরজ চোপড়া। এছাড়াও সাইকম মীরাবাঈ চানু ও রবি কুমার দাহিয়া রুপো জেতেন। ব্রোঞ্জ জেতেন সিন্ধু, লভলিনা ও ভারতীয় হকি দল।
২০২২ বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ২২টি সোনা সহ মোট ৬১টি পদক জেতে ভারত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -