IND vs ENG: অশ্বিনের রেকর্ড, জয়সওয়ালের দুরন্ত ব্যাটিং, ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের তরুণ ব্রিগেডের সিরিজ জয়
ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে সিরিজ জয় ভারতের। তরুণ ব্রিগেডের সিরিজ জয় ছিল এটি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসিরিজের পাঁচ ম্য়াচে সাতশোর বেশি রান করে সিরিজ সেরা হয়েছেন যশস্বী জয়সওয়াল। ২টো দ্বিশতরানও রয়েছেন তরুণ এই ওপেনারের ঝুলিতে।
প্রথম ম্য়াচ হারলেও রাজকোট, রাঁচি, বিশাখাপত্তনম ও ধর্মশালায় টানা জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। রোহিত শর্মার নেতৃত্বে টেস্ট সিরিজ জয় ভারতের।
ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন রোহিত। সিরিজে হাঁকালেন দুটো শতরান। একটি গুরুত্বপূর্ণ অর্ধশতরানও।
মোট পাঁচজন প্লেয়ারের অভিষেক হল এই সিরিজে। বাংলার আকাশ দীপ রাঁচি টেস্টে সুযোগ পেয়ে প্রথম স্পেলেই তিন উইকেট নিয়েছিলেন।
সিরিজে অভিষেক হয়েছিল সরফরাজ খানের। তিনটি অর্ধশতরান হাঁকিয়ে ফেলেছেন মুম্বই ব্যাটার চলতি সিরিজে।
উইকেটের পেছনে ঋষভ পন্থের অভাব একেবারেই অনুভব করতে দেননি অভিষেক হওয়া ধ্রুব জুড়েল। এই সিরিজে ভারতের আরও একটি আবিষ্কার বলা যেতে পারে। রাঁচি টেস্টে গুরুত্বপূর্ণ ৯০ রানের ইনিংস খেলেছিলেন ধ্রুব। যা পিছিয়ে পড়েও দলকে জিতিয়ে দিয়েছিল।
দেবদত্ত পড়িক্কল, রজত পাতিদারও এই সিরিজে অভিষেক করেছিলেন। দেবদত্ত ধর্মশালা টেস্টে প্রথম ইনিংস অর্ধশতরান হাঁকান।
চোট সারিয়ে মাঠে ফিরেই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -