Ind vs NZ: ৬২ অল আউট! ভারতের বিরুদ্ধে লজ্জার রেকর্ড গড়ে ফেলল টেস্টে বিশ্বচ্যাম্পিয়নরা
দিনের শুরুটা দুর্দান্ত হয়েছিল নিউজিল্যান্ডের। ভারতের প্রথম ইনিংস ৩২৫ রানে শেষ হয়। বাঁহাতি স্পিনার আজাজ পটেল ইতিহাস স্পর্শ করেন। ভারতের ১০টি উইকেটই তুলে নেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রত্যাঘাত করে ভারত। চোট সারিয়ে মাঠে নেমে দুরন্ত ছন্দে মহম্মদ সিরাজ।
তিন উইকেট নিয়েছেন সিরাজ। যার মধ্যে রস টেলরকে যে বলটিতে আউট করেন, সেটিকে ম্যাচের সেরা ডেলিভারি বলা হচ্ছে।
ফের বল হাতে ছন্দে অশ্বিন। তামিলনাড়ুর অফস্পিনার ৮ ওভারে খরচ করেন মাত্র ৮ রান।
চার উইকেট তুলে নিয়েছেন অশ্বিন। কপিল দেবের রেকর্ডের আরও কাছে পৌঁছে গেলেন তিনি।
টেস্টে ৪১৯টি উইকেট হয়ে গেল অশ্বিনের। কপিলের চেয়ে আর ১৫টি উইকেট পিছিয়ে তিনি।
২ উইকেট নিয়েছেন দুরন্ত ছন্দে থাকা বাঁহাতি স্পিনার অক্ষর পটেলও।
ফিল্ডিং করার সময় শুভমন কনুইয়ে জোরাল চোট পেয়েছেন। তাঁর হাত ফুলে রয়েছে। যন্ত্রণা হচ্ছে বেশ। ব্যথায় তিনি এতটাই কাতর যে, দ্বিতীয় ইনিংস ওপেন করার মতো অবস্থাতেই ছিলেন না। যে কারণে পূজারাকে তড়িঘড়ি ব্যাট-প্যাড নিয়ে নামতে হয়।
মাত্র ৬২ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। যা ভারতের বিরুদ্ধে কোনও টেস্ট দলের সর্বনিম্ন স্কোর। ভারতের মাটিতেও কোনও টেস্ট দলের সর্বনিম্ন স্কোর এটাই।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২৬৩ রানের বিরাট লিড নিলেও নিউজিল্যান্ডকে (Ind vs NZ) ফলো অন করাল না ভারত। শনিবার দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর বিনা উইকেটে ৬৯ রান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -