IND vs WI: শেষ টি-টোয়েন্টিতেও ৮৮ রানে জয়, সিরিজে ৪-১ ব্যবধানে জয় ভারতের
ওয়ান ডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও জয় ভারতীয় দলের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে জয় রোহিত বাহিনীর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅফফর্মে ছিলেন। রান না পাওয়ায় দলে তাঁকে খেলানো নিয়েও প্রশ্ন উঠছিল। সেই সব প্রশ্নের উত্তর ব্যাট হাতেই দিলেন শ্রেয়স আইয়ার। গতকাল
৪০ বলে ৬৪ রানের একটি দারুণ ইনিংস খেলেন। শ্রেয়সই এই ইনিংসে ভারতের সর্বোচ্চ রানসংগ্রাহক।
ম্যাচের পর ভারতীয় মহিলা ক্রিকেট দলের ম্যাচেও নজর ছিল রোহিতদের। কমনওয়েলথ গেমসে প্রথমবার অংশ নিয়ে রুপো জিতেছেন হরমনপ্রীতরা। ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয় তাঁদের।
স্পিনের ছোবলেই কুপোকাত হতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। সর্বাধিক ৪ উইকেট নেন রবি বিষ্ণোই। তিন উইকেট নেন কুলদীপ যাদব।
পঞ্চম তথা সিরিজের শেষ ম্যাচে দলের অধিনায়ক রোহিত শর্মাসহ মোট চার বদল করেছিল ভারতীয় দল। তবে তাতে তাদের ব্যাটিংয়ে তেমন কোনও প্রভাব পড়েনি।
প্রথমে ব্যাট করে ১৮৮ রান তোলে ভারতীয় দল। দীপক হুডাও শ্রেয়সকে ভাল সঙ্গ দেন। দুইজনে মিলে দ্বিতীয় উইকেটে ৭৬ রান যোগ করেন। হুডা ৩৮ রান করেছেন। শেষের দিকে এই ম্যাচে দলের অধিনায়ক হার্দিক পাণ্ড্য ১৬ বলে ২৮ রান করেন।
বড় রান তাড়া করে ম্যাচ জিততে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভাল হওয়ার দরকার ছিল। তবে তেমনটা হয়নি। প্রথম ওভারে জেসন হোল্ডারকে ফিরিয়ে ভারতকে সাফল্য এনে দেন অক্ষর পটেল ।
৫০ রান হতে হতেই চার উইকেট হারিয়ে ফেলে পুরানের দল। পুরান, শামরা ব্রুকস, টপ অর্ডারের সকলেই ব্যর্থ। কার্যত একা হাতে লড়াই চালান শিমরন হেটমায়ার। তিনি ৩৫ বলে সুন্দর ৫৬ রান একটি ইনিংস খেলেন। তবে বাকিরা চূড়ান্ত ব্যর্থ হয়। মাত্র ১০০ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -