Women's Asia Cup 2022: ছেলেরা পারেনি, লঙ্কা বধ করে এশিয়া সেরা ভারতের মেয়েরা
আট উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে রেকর্ড সপ্তম এশিয়া কাপ জিতল ভারত। দুরন্ত জয় হরমনপ্রীত বাহিনীর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appব্যাট হাতে স্মৃতি মন্ধানা কার্যত একাই ভারতের জন্য প্রয়োজনীয় রান তুলে দেন। ২৫ বলে ৫১ রানে অপরাজিত থাকেন তিনি।
আট উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে রেকর্ড সপ্তম এশিয়া কাপ জিতল ভারত। দুরন্ত জয় হরমনপ্রীত বাহিনীর।
সেই লক্ষ্যেই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চামারি। তবে শ্রীলঙ্কান দলের শুরুটাও ভাল হয়নি। ১০ রানের গণ্ডি পার করার আগেই চার উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা।
একাদশ থেকে একটি বদল করে এদিন মাঠে নামে ভারত। রাধা যাদবের বদলে ফাইনালে ভারতীয় একাদশে ফেরেন হেমলতা।
৬৬ রানের লক্ষ্য একেবারেই বেশি ছিল না। রান তাড়া করতে জিততে বেশি কসরতও করতে হল না ভারতীয় দলকে। স্মৃতিকে যোগ্য সঙ্গ দেন হরমনপ্রীত। ম্যাচ জিতে যায় ভারত।
নতুন বল হাতে আগুন ঝরান রেণুকা ঠাকুর। শুরুতেই চাপে পড়ে যাওয়ার পর গোটা ইনিংসে কোনও সময়ই সেই চাপ থেকে বেরিয়ে আসতে পারেনি শ্রীলঙ্কান ব্যাটাররা।
এদিন টসে জেতেন চামারি। বড় ম্যাচে প্রথমে বোর্ডে রান তুলে প্রতিপক্ষকে চাপে ফেলারই পরিকল্পনা করেছিল শ্রীলঙ্কা।
রাজেশ্বরী গায়কোয়াড় এবং স্নেহ রানা শ্রীলঙ্কা দলকে চাপমুক্ত হওয়ার বিন্দুমাত্র সুযোগ দেননি। শ্রীলঙ্কার ব্যাটারদের মধ্যে মাত্র দুইজনই দুই অঙ্কের রান করতে পারেন।
সাত নম্বরে ব্যাটে নামা ওশাদি ফার্নান্ডো ১৩ রান করেন। দশে নামা ইনোকা রানায়িরা লঙ্কান দলের হয়ে সর্বাধিক ১৮ রান করেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -