Smartphone Ban: ৫জি আসায় সমস্যা বাড়বে আপনার, সরকার দিয়েছে এই নির্দেশ ?
বাজারে ৫জি পরিষেবা আসায় বন্ধ হয়ে যাচ্ছে ৩জি, ৪জি স্মার্টফোন তৈরি। মোদি সরকারের নির্দেশেই নাকি হতে চলেছে এই কাজ। সম্প্রতি এই নিয়ে মোবাইল প্রস্তুতকারী কোম্পানিগুলিকে নির্দেশ দিয়েছে সরকার। তবে কি আর ৩জি , ৪জি স্মার্টফোন দেখা যাবে না বাজারে ?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমোবাইল অপারেটর ও স্মার্টফোন নির্মাতাদের সঙ্গে বৈঠক করে 3G, 4G মোবাইল ফোন বন্ধ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই মেসেজ। এই বার্তায় দাবি করা হয়েছে , ১০ হাজারের বেশি দামি মোবাইলে পাওয়া যাবে ৫জি পরিষেবা।
ইতিমধ্য়েই দেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রকের এই বক্তব্যের সত্যতা নিয়ে 'ফ্যাক্ট চেক' করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো
টুইটারে PIB-র তরফে দাবি করা হয়েছে, কিছু মিডিয়া ভারত সরকার স্মার্টফোন কোম্পানিগুলিকে 3G ও 4G স্মার্টফোন তৈরি বন্ধের নির্দেশ সম্পর্কে রিপোর্ট প্রকাশ করেছে। এই খবর সম্পূর্ণ ভুয়ো। ভারত সরকার এ ধরনের কোনও নির্দেশ দেয়নি।
বর্তমানে দেশে প্রায় ৭৫০ মিলিয়ন মোবাইল ব্যবহারকারী রয়েছে। যার মধ্যে ১০০ মিলিয়ন ব্যবহারকারী 5G স্মার্টফোন ব্যবহার করছেন।
১ অক্টোবর থেকে ভারতী এয়ারটেল ও রিলায়েন্স জিও দেশের কয়েকটি শহরে 5G পরিষেবা শুরু করেছে। এয়ারটেল দিল্লি, মুম্বই, ব্যাঙ্গালোর, হায়দরাবাদ, শিলিগুড়ি, নাগপুর ও বারাণসীতে পরিষেবা শুরু করেছে। একই সময়ে জিও দিল্লি, মুম্বই, কলকাতা ও বারাণসীতে পরিষেবা শুরু করেছে।
অনেক ব্যবহারকারী টুইটারে অভিযোগ করেছেন, 5G ইন্টারনেট পরিষেবা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তাদের ডেটা সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাচ্ছে।
পরীক্ষায় জানা গেছে, 5G ইন্টারনেটের গতি ৫০০ থেকে ৬০০ Mbps পর্যন্ত যায়। সেই কারণে Jio তার ব্যবহারকারীদের আনলিমিটেড 5G ইন্টারনেট পরিষেবা দিচ্ছে।
শাপাশি Airtel তার ব্যবহারকারীদের আগের প্ল্যানে 5G ইন্টারনেট পরিষেবা দিচ্ছে। যদিও উভয় প্ল্যাটফর্মই এখনও তাদের 5G প্ল্যান প্রকাশ করেনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -