Rani Rampal: মহিলা হকির কিংবদন্তি, ঝুলিতে অলিম্পিক্স পদক, কে এই রানি রামপাল
মাত্র ১৪ বছর বয়সেই দেশের জার্সিতে খেলার সুযোগ চলে আসে রানির সামনে। ২০১০ সালে হকি বিশ্বকাপে দেশের হয়ে খেলতে নেমেছিলেন। টুর্নামেন্টে ৭ গোলও করেছিলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতীয় মহিলা হকি দল টোকিও অলিম্পিক্সে চতুর্থ স্থান অধিকার করেছিল সেই দলটির নেতৃত্ব দিয়েছিলেন রানি রামপাল। ভারতের হয়ে মোট ২৫৪ ম্য়াচে ২০৫টি গোল করেছিলেন রানি রামপাল।
মাত্র ২৯ বছর বয়সেই এই সিদ্ধান্ত নিলেন দেশের জার্সিতে ক্যাপ্টেন্সি করা রানি। ১৬ বছরের কেরিয়ারে ইতি টানার কথা ঘোষণা করলেন বৃহস্পতিবারই। পদ্মশ্রী সম্মানেও সম্মানিত করা হয় তাঁকে।
নিজের সোশ্য়াল মিডিয়ায় অবসরের ঘোষণা করে এক বিবৃতিতে রানি লিখেছেন, ''এটা আমার জন্য একটা অসাধারণ সফর ছিল। আমি কখনও ভাবিনি ভারতের হয়ে এতদিন ধরে খেলতে পারব। প্রবল দারিদ্র্যের মধ্যে বড় হতে হয়েছে।''
রানি আরও লিখেছেন, ''কখনও নিজের লক্ষ্য থেকে সরিনি। আর সেই লক্ষ্যটা ছিল, একদিন ভারতের হয়ে খেলব। যা খেলতে পেরেছিলাম।''
দেশের হয়ে অসামান্য সাফল্যের জন্য ২০১৬ সালে অর্জুন পুরস্কারে ভূষিত করা হয় রানিকে। এরপর ২০২০ সালে খেলরত্ন পুরস্কারও পান।
দেশের জার্সিতে ভারতের মহিলা হকিতে সবচেয়ে কম বয়সে অভিষেকের নজির রয়েছে রানিরই। জাতীয় হকি দলের মেয়েদের সাব জুনিয়র বিভাগের কোচ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন রানি।
জাকার্তায় আয়োজিত ২০১৮ সালে এশিয়ান গেমসে রুপো জেতেন রানি রামপাল। ২০১৪ মরসুমে ব্রোঞ্জ জিতেছিলেন।
২০১৬ সালে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে জিতেছিলেন। ২০১৭ সালে এশিয়া কাপ জিতেছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -