Wrestlers Protest: যন্তর মন্তরের সামনে অব্যাহত প্রতিবাদ, রাস্তাতেই সকালের কসরত সারলেন হল ভিনেশরা
সর্বভারতীয় রেসলিং ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ সিংহয়ের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকালই দিল্লি পুলিশের তরফে সুপ্রিম কোর্টকে জানানো হয় যে তাঁরা এফআইয়ার দায়ের করার জন্য প্রস্তুত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপাঁচদিন ধরে বারবার পুলিশে অভিযোগ জানিয়ে এসেছিলেন ফেডারেশনের ৭ জন মহিলা কুস্তিগীর। কিন্তু তাতে প্রাথমিকভাবে কর্ণপাত না করলেও, অবশেষে নত হতে হল পুলিশকে।
তবে নয়াদিল্লির যন্তর মন্তরে কুস্তিগীরদের প্রতিবাদ সভা অব্যাহত। সেখানেই তাঁরা রাত্রিযাপনও করেন।
এই প্রতিবাদে উপস্থিত ছিলেন অলিম্পিক্সে পদকজয়ী সাক্ষী মালিকও। ছিলেন ভিনেশ ফোগাত থেকে বজরং পুনিয়ার মতো তারকা কুস্তিগীরও।
বুধবার সকালে কুস্তিগীররা বাধ্য হয়ে যন্তর মন্তরেই নিজেদের সকালের অনুশীলন সারেন।
তবে প্রবল প্রতিরোধের মুখেও নত হতে নারাজ ব্রিজভূষণ। তিনি নাম না করেই স্পষ্ট জানিয়ে দেন যে কোনও পরিস্থিতিতেই তিনি হার মানতে নারাজ।
ভারতীয় অলিম্পিক্স কমিটির তরফে আপাতত বক্সিং ফেডারেশনের প্রতিদিনের কাজ চালানোর জন্য এক তিন সদস্যের অ্যাড-হক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে ৪৫ দিনের মধ্যেই বক্সিং ফেডারেশনের নির্বাচন আয়োজন করার জন্য বলা হয়েছে।
এই বিষয়ে সুপ্রিম কোর্টে এখনও শুনানি চলছে। সাত সদস্যের তদন্ত কমিটি প্রত্যক্ষদর্শীদের বয়ান নিয়ে এক রিপোর্ট দাখিল করবে বলেই জানা যাচ্ছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -